মাসুদ হোসেন : আগামী ১১জানুয়ারী মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলার মহামায়া মান্দারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল।
এ উপলক্ষে সকল প্রস্তুতি সফলভাবে সম্পন্ন হওয়ার শেষ পথে। উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে আসবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পূর্ণ মুফাসসিরে কোরআন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান মুফতি, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর গভর্নর ও ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ড. মোঃ কাফিল উদ্দিন সরকার ছালেহী।
এছাড়াও ঐতিহ্যবাহী এই মাহফিলে বিশেষ অতিথি হিসেবে কোরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করবেন চাঁদপুরের হাইমচর আলগী বাজার আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ জিল্লুর রহমান ফারুকী।
উক্ত মাহফিলে মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা নেছার আহমাদ এর সার্বিক আয়োজনে, ব্যবস্থাপনা কমিটি, সহকারী শিক্ষকমন্ডলী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় মাহফিলে সভাপতিত্ব করবেন মাদ্রাসা গভর্ণিং বডির সভাপতি আলহাজ্ব মোঃ শাহ্জাহান পাটোয়ারী। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিগণ, এলাকার সম্মানীত রাজনীতিবিদ ও সুধীজন।
উক্ত মাহফিলে দলে দলে উপস্থিত হয়ে দ্বীন ও দুনিয়ার সু-পথ সুগম করার বিনীত আহবান জানিয়েছেন মাদ্রাসার দাতা সদস্য ও প্রাক্তন শিক্ষক মোঃ আওলাদ হোসেন মোল্লাসহ মাদ্রাসা কর্তৃপক্ষ।