মো: রাছেল, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় সড়ক দুর্ঘটনায় বিতারা ইউনিয়নের বাইপাস সড়কের শিমুলতুলী নামক স্থানে বিআরটিসি বাসের ধাক্কায় ট্রাক্টরে (জমি চাষ করা) থাকা দুই হেলপার ঘটনা স্থলে নিহত হয়।
তারা হলেন- বিতারা ইউনিয়নরে বুধন্ডা গ্রামের সজিব(২৪), সাচার ইউনিয়নের গফুর দিঘীর পাড়ের আতিক (১৬)। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার শিমুলতুলী নামক স্থনে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সোমবার দুপুরের দিকে হাজীগঞ্জ থেকে বিআরটিসির একটি বাস যাত্রী নিয়ে ঢাকায় যাওয়ার পথে কচুয়া উপজেলার শিমুলতুলী এলাকায় বিআরটিসি বাসটি মোড় ঘুরাতে গিয়ে পিছনে থাকা ট্রাক্টরটিকে (জমি চাষ করা) ধাক্কা দিলে ট্রাক্টরটি ডোবায় পড়ে যায়। এসময় ট্রাক্টরে থাকা দুই হেলপার ঘটনা স্থলে মারা যায়। বিআরটিসি বাসটি দ্রুত ঘটনা স্থল ত্যাগ করে ঢাকার উদ্যোশে পারি জমায়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। দুই জনের লাশ কচুয়া থানায় নিয়ে আনা হয়েছে।