নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর হাইমচর উপজেলার ২ নং আলগি দুর্গাপুর উত্তর ইউনিয়নে ইউপি নির্বাচনে কেন্দ্র দখল ব্যালট পেপার ছিনতাই ভোট জালিয়াতির অভিযোগ এনে মোটরসাইকেল মার্কার স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান হাবু বেগ বিবৃতি দেন।
হাইমচরে ইউপি নির্বাচনের পরবর্তী অবস্থা নিয়ে ভোটার ও তার সমর্থকদের সাথে মতবিনিময় করেন।
এসময় স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান হাবু বেগ জানান, ইউনিয়ন পরিষদের নির্বাচনে বেশ কয়েকটি কেন্দ্রে যেভাবে নৌকা মার্কার প্রার্থী আতিকুর রহমান পাটোয়ারী নেতৃত্বে কেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনতাই করে ভোট জালিয়াতি করেছে তা দৃশ্যমান হয়েছে।
১,২ ও ৩ নং ওয়ার্ডে ভোট কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার কে অর্থের বিনিময় ম্যানেজ করে ব্যালট পেপারে নৌকা মার্কার প্রতীকে সিল মেরে ভোট জালিয়াতি করেছে। তিন নং ওয়ার্ডে কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার তার কক্ষ বন্ধ করে নিজেই ব্যালট পেপারে নৌকা মার্কায় সিল মেরেছে। এই তথ্যচিত্র সাংবাদিকরা ভিডিও ধারণ করেছে।
এসময় প্রিজাইডিং অফিসারের সাথে নৌকা মার্কার প্রার্থীর দেওয়া ঘুষের অনেক টাকা পাওয়া গেছে। নৌকার প্রার্থীর সমর্থকরা ভোট কেন্দ্র দখল করার জন্য দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে প্রশাসনের গাড়ি ভাংচুরসহ বেশ কয়েকজনকে আটক করেছে। তারা কেন্দ্রের ভিতরে প্রার্থীদের এজেন্টদের পিটিয়ে বের করে দিয়েছে কয়জনকে তুলে নিয়ে আটকে রেখেছে। তাদের হামলার শিকার হবে ২ নং ওয়ার্ডে একজন ভোটার নিহত হয়েছে। প্রতিপক্ষরা সেই সুযোগ কাজে লাগিয়ে আমাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা জড়িয়ে পুলিশের মাধ্যমে হয়রানি করছে। নির্বাচনে আমরা ভাগ্যকে মেনে নিয়েছি কিন্তু আমরা কোন ধরনের সংঘাত চাইনা। পুলিশ আমাদের কর্মীদের গ্রেফতার করছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই ও পুলিশি গ্রেপ্তারের হয়রানি থেকে মুক্তি চাই।
এসময় হাবিবুর রহমান হাবু বেগের নিজ বাড়িতে মতবিনিময় সভায় এলাকার শত শত মহিলা পুরুষ ও তার সমর্থকরা উপস্থিত ছিলেন।