এস. এম ইকবাল : ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ.ছোবাহান লিটনের মা আফতাবুন্নেছা (৭৮) মৃত্যু বরণ করেছেন, (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ৬ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে ৪.৫০মিনিটের সময় পৌর এলাকার পূর্ব ভাটিরগাঁও গ্রামের পাটওয়ারী বাড়িতে মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যু কালে তিনি ৪ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মরহুমার স্বামী প্রয়াত আবদুল আজিজ দীর্ঘ কয়েক বছর পূর্বেই দুনিয়ার মায়া ছেড়ে চলে যান পরপাড়ে।
এ দিন বাদ এশা মরহুমার জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে সহকর্মী আ.ছোবহান লিটনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
মৃত বাবা-মায়ের আত্মার শান্তি কামনা করে সহকর্মীগণ ও এলাকাবাসীর কাছে দোয়া কামনা করছেন আ.ছোবহান লিটন।