নোমান হোসেন আখন্দ : শাহরাস্তির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের অভিবাভক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে।
গত ৫ ই জানুয়ারী বুধবার প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংরক্ষিত মহিলা অভিবাভক প্রতিনিধি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পারভিন আক্তার ১ শত ৯৫ ভোট পেয়ে নির্বাচির্ত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরজাহান আক্তার পান ১ শত ২ ভোট। নির্বাচনে ৩ শত ২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, এতে ৩২ টি ভোট বাতিল বলে গন্য হয়।
৪টি অভিবাভক সদস্য পদের জন্য ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলে ও গত ২২ ডিসেম্বর ২০২১ ইং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। এতে ৪ জন অভিবাভক সদস্য বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।
এরা হলেন : আবদুর রহিম, মো: জাকির হোসেন পাটোয়ারী, নুর মোহাম্মদ ও গোলাম মোস্তফা।
শিক্ষক প্রতিনিধি মো: জহিরুল আমিন, মোহাম্মদ মোস্তফা কামাল ও শামীমা আক্তার। প্রতিষ্ঠাতা সদস্য আবুল খায়ের, মো: জামাল হোসেন, দাতা সদস্য মো: ওমর ফারুক।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আহসান উল্ল্যাহ চৌধুরী। সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ইয়ামীন, বিল্লাল হোসেন তুষার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর আলম, সহকারী প্রধান শিক্ষক মো: মনির হোসেন প্রমুখ।