কচুয়ায় পৌর এলাকায় একটি নির্মাণধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ৪ তলা বিল্ডিং থেকে নিচে পড়ে ইসমাইল হোসেন (২৩) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার বিকালে চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের সমুখে ক্যামিকেল ব্যবসায়ী মাসুদ আলমের বিল্ডিংয়ে এই ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন কড়ইয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ইমান হোসেনের ছেলে।
বিল্ডিংয়ের ঠিকাদার কড়ইয়া গ্রামের শেহের আলী জানান, বিল্ডিংয়ের ৪ তলার ছাঁদে রড উঠানোর সময় উপরে থাকা উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুাতিক লাইনের তাঁরের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্টে ছাঁদ থেকে মাটিতে পড়ে ঘটনাস্থলে ইসমাইল হোসেন মারা যায়।

এসময় তার সাথে থাকা একই গ্রামের নির্মাণ শ্রমিক শাকিল (২৪) ও সেঙ্গয়া গ্রামের আব্দুর রশিদ (৪০) গুরুত্বর আহত হয়।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সংজ্ঞাহীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।