শাহরাস্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ওইসময় সময় হাজীগঞ্জ শাহরাস্তি, চাঁদপুর-৫ নির্বাচনী এলাকার সাবেক চারবারের সাংসদ মরহুম এমএ মতিন, শাহরাস্তি উপজেলার সাবেক উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সিদ্দিকুর রহমান হেডমাস্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন মিয়াজির রুহের মাগফেরাত কামনা করে ও উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়ার মমতাময়ী মায়ের সম্প্রতি মৃত্যুতে অনুরুপ এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেলে শাহরাস্তি উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে পৌরশহরের কালিপাড়া বিএনপির দলীয় কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি উপজেলা পিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটনের সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূইঁয়ার সভাপতিত্বে এতে ভার্চুয়ালি টেলি কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অন্যতম সদস্য সাবেক জেলা বিএনপির সফল সভাপতি ইঞ্জিনিয়ার লায়ন মমিনুল হক।
ওই সময় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, সাবেক উপজেলা বিএনপির প্রবীণ নেতা মমতাজ উদ্দিন, সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ, সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি বিএনপি নেতা আলী হোসেন মন্টু, শাহরাস্তি উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী,উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল গনি, ছাত্রদলের পৌর সদস্য সচিব আলী আজগর, সেচ্চাসেবক দলের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন সিপন, বিএনপির নেত্রী এড: শাহনেওয়াজ আক্তার রোজী, ইউপি বিএনপি নেতা শামীম আহমেদ, আলী আকবর বেপারী, জাকির হোসেন লিটনসহ উপজেলা পৌরসভা বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ওই সময় নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বলেন তিনি ছিলেন মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের সফল রাষ্ট্রপতি।আজ দেশের এই ক্লান্তি লগ্নে তার ঘটিত দল বিএনপি’র রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া একান্তই প্রয়োজন।
সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।