স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে।
১জানুয়ারী (শনিবার) দুপুর সাড়ে ১১টায় বিদ্যালয় মিলনায়তনে উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়দ্বয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
তিনি বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি’র প্রতি কৃতজ্ঞ। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে বই পৌঁছে দেওয়ায়। আমি অভিনন্দন জানাই এ প্রতিষ্ঠান গুলোর শিক্ষকবৃন্দের প্রতি। তাদের পরিশ্রমে এ প্রতিষ্ঠানগুলো এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫সহ সাফল্যজনক ফলাফল অর্জন করেছে। এ বিদ্যালয়েগুলোতে যে রেজাল্ট হয়েছে এটা বিদালয়ের জন্য মাইল ফলক। এ ইউনিয়নের মধ্যে সেরা ফলাফল অর্জন করেছে এ বিদ্যালয়। আমি খুবই খুশি ও আনন্দিত হয়েছি যে এমন একটি রেজাল্ট আমাদের উপহার দিয়েছে বিদ্যালয়গুলো।
তিনি বলেন, ভালো ফলাফল যেকোন প্রতিষ্ঠানের প্রান। ভালো রেজাল্ট করলে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়। এ প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা খুবই দক্ষ ও মেধাবী। ভালো রেজাল্ট ছাড়া কোন প্রতিষ্ঠান উন্নতি করতে পারেনা। এ অবদান সকল শিক্ষকদের।
২৯নং উত্তর শাহতলী জোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: সাহাদাৎ হোসেন, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: তহমিনা আক্তার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা নাজমা আক্তার।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: রফিকুল ইসলাম তালুকদার, সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: রফিকুল ইসলাম পাটওয়ারী, সহকারি শিক্ষক মো: সোহরাব হোসেন, সহকারি শিক্ষক মো: ইদ্রিস আলী, সহকারি শিক্ষিকা মোসা: রুবিনা আক্তার, মেহেরুন নেছা সহকারি শিক্ষক দীপঙ্কর চন্দ্র দে, সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ খান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: সফিক কারী, বিদ্যালয়ের অভিভাবক ও বিশিষ্ট সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি, জিলানী চিশতী উবির সহকারি শিক্ষিকা রাবেয়া আক্তার, সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক মো: ফজলুল করিম খান, সহকারি শিক্ষক মো: সাইফুল ইসলাম, সহকারি লাইব্রেরীয়ান মাওলানা আব্দুল মান্নান, মো: রবিউল আউয়াল খানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করেন, প্রধান অতিথি বিদ্যালয়দ্বয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতি বক্তব্য রাখেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।