বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরাম (বাবেশিকফো) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মোদাচ্ছির আলম। ইতিপূর্বে সিনিয়র সহ-সভাপতি হিসেবে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছিলেন এই শিক্ষাগুরু। বাবেশিকফো ২৮/২৪/৫/৩ এর স্মারকে মঙ্গলবার দুপুরে (১৪ মে) তাঁকে উক্তপদে আসীন করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মো. আব্দুল খালেক এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে অবস্থিত জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বপালন করে আসছেন সজ্জন এই শিক্ষাবীদ।
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুণ এ রাজনীতিক স্হানীয়ভাবে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন বলে জানা গেছে।
হাওরাঞ্চলে বেড়ে ওঠা কীর্তিমান শিক্ষক মোদাচ্ছির আলম এর পদোন্নতির খবরে খুশির জোয়ার বইছে তাঁর হাতেগড়া শিক্ষাপ্রতিষ্ঠানসহ এলাকাজুড়ে।
মানুষ গড়ার কারিগর মোদাচ্ছির আলম সভাপতি পদে পদোন্নতির খবরে তাৎক্ষণিক অভিনন্দন-শুভেচ্ছা জানিয়েছেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননন্দিত নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসেন খাঁন, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সদস্য প্রধানমন্ত্রীর অনুদানপ্রাপ্ত সাংবাদিক রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ জেলা যুব শ্রমিক লীগের সহ-সভাপতি মতিউর রহমান, ব্যবসায়ী হিরা তালুকদারসহ অনেকে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইদুল হাসান গত ৬ মে স্ট্রোকজনিত কারণে না ফেরার দেশে চলে যান। তাঁর শূন্যতায় শোকাহত হন কেন্দ্রীয় কমিটিসহ তৃণমূল নেতাকর্মীবৃন্দ। এদিকে, সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে চলমান রাখতে গঠনতন্ত্রের (ছ) অনুচ্ছেদের ২য় অংশের ১নং ধারা অনুসারে এবং কেন্দ্রীয় কমিটির সংখ্যাগরিষ্ঠতা মতামতের ভিত্তিতে মোদাচ্ছির আলম’কে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। পরবর্তী ত্রি-বার্ষিক সম্মেলন পর্যন্ত সভাপতি (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বপালন করবেন সংগঠনসহ সবার প্রিয় এই শিক্ষক।
অন্যদিকে বাবেশিকফো এর সর্বস্তরের নেতাকর্মীকে নবাগত সভাপতি’কে সাংগঠনিক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ করেছে কেন্দ্রীয় কমিটি।