নিজস্ব প্রতিনিধি : নারায়ণপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চুননুর মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় নারায়ণপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ’র সভাপ্রধানে এবং সাধারণ সম্পাদক এম রেজোয়ান বাদলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন প্রধান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাহবুবুল আলম চুননু বহু গুণে গুণান্বিত ছিলেন। তিনি একাধারে বীর মুক্তিযোদ্ধা, সংগঠক, সাংবাদিক, সাহিত্যিক এবং সামাজিক ব্যক্তিত্ব। তিনি ছিলেন প্রজন্মের অহংকার।
স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো. জিশান পাটোয়ারী।
এদিকে সৌদি আরব থেকে ভিডিও কলে স্মরণ সভায় বক্তব্য রাখেন নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি এএ বিল্লাল।
এসময় আরও বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, বর্তমান সাংগঠনিক সম্পাদক মিঞা মো. মামুন, কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসেন কানন, সাবেক সাংগঠনিক সম্পাদক আসিফ ইকবাল ডন।