চাঁদপুরে ইসলামী শ্রমিক আন্দোলনের দাওয়াতি পক্ষের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের বাস স্ট্যান্ড এলাকায় কেন্দ্র ঘোষিত দাওয়াতি পক্ষ উদ্বোধন ও সদস্য সংগ্রহ করা হয়।
দাওয়াতি পক্ষ ও সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন ইসলামী শ্রমিক আন্দোলনের চাঁদপুর জেলা সভাপতি মোঃ আবুল বাশার তালুকদার।
তিনি বলেন, ইসলামী শ্রমনীতি, কল্যাণমুখী অর্থনীতি ও শ্রমিকবান্ধব রাজনীতি প্রতিষ্ঠায় ইসলাম একমাত্র কার্যকর পন্থা এই স্লোগানকে সামনে নিয়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ১৫ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশব্যাপী দাওয়াতি পক্ষ ঘোষণা দিয়েছেন।
সদস্য সংগ্রহ কার্যক্রম গতিশীল করতে আমরা চাঁদপুর জেলা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, ইসলাম শ্রমিক আন্দোলনের চাঁদপুর জেলা সেক্রেটারী মুহাম্মদ মহিবুল্লাহ বেপারী, সাংগঠনিক মোঃ কামাল গাজী, প্রচার সম্পাদক ইব্রাহিম খলিল সুমন, শ্রমিক কল্যাণ সম্পাদক রুহুল আমিন ড়ারি প্রমূখ।