ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

আজ হাজীগঞ্জের ১১ ইউনিয়নে ৪৮ চেয়ারম্যান প্রার্থীসহ ৫৩৬জন ভাগ্য নির্ধারন

সাইফুল ইসলাম সিফাত : আজ (রোববার) হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোট গ্রহনের মধ্য দিয়ে ৪৮ চেয়ারম্যান ও ৫৩৬ জন সদস্যের ভাগ্য নির্ধারন হবে। সকল ধরনের ভোটারদের প্রত্যাশা সুষ্ঠ ভোটের। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা নির্বাচন অফিস। ভোটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর (পুলিশ, বিজিবি ও র‌্যাব) সদস্যরা। ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১১জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকবে ভ্রাম্যমান আদালত ও স্ট্রাইকিং ফোর্স।

Model Hospital

এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৮ জন, সাধারণ সদস্য পদে ৪০৪ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৮৪ জন প্রার্থী রয়েছেন। এ ছাড়াও ২ জন সাধারন সদস্য ও ৩ জন সংরতি নারী সদস্যসহ ৫ জন বিনা প্রতিদ্ব›দ্ধীতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনী দায়িত্ব পালনে রয়েছেন ৪ জন রিটার্নিং অফিসার, ১০৯ জন প্রিজাইডিং অফিসার, ৬২৩ জন সহ-প্রিজাইডিং অফিসার ও ১২৪৬ জন ও পোলিং অফিসার।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১১টি ইউনিয়নে ১০৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে রাজারগাঁও ইউনিয়নে ইভিএম এবং অন্য সব ইউনিয়নে ব্যালেট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এই ১০৯টি ভোট কেন্দ্রের ৬২৩টি ভোট কক্ষে (বুথ) ২ লাখ ২ হাজার ৩৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪ হাজার ৬০৮ জন ও নারী ভোটার ৯৭ হাজার ৭৯১জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ওবায়েদুর রহমান জানান, নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি ও র‌্যাবের মোবাইল টিমের পাশাপাশি ভ্রাম্যমান আদালত পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন।

উপজেলার রাজারগাঁও ইউনিয়নে ৯টি কেন্দ্রে ৬০টি বুথে ভোটগ্রহণ করা হবে। এই ইউনিয়নে ভোটার হলেন ১৯ হাজার ৫১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৯৩ জন ও মহিলা ভোটার ৯ হাজার ৪২৩জন।

আরো পড়ুন  পলিথিন ব্যাগ পরিবেশের জন্য হুমকিস্বরূপ : জেলা প্রশাসক কামরুল হাসান

বাকিলা ইউনিয়নে ১০টি কেন্দ্রে ৫৯টি বুথে ভোটগ্রহণ করা হবে। এই ইউনিয়নে ভোটার হলেন ১৯ হাজার ৯০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৪৬২ জন ও মহিলা ভোটার ৯ হাজার ৪১৬ জন।

কালচোঁ উত্তর ইউনিয়নে ৯টি কেন্দ্রে ৪২টি বুথে ভোটগ্রহণ করা হবে। এই ইউনিয়নে ভোটার হলেন ১৩ হাজার ৩৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৮৫৭ জন ও মহিলা ভোটার ৬ হাজার ৪৭৫ জন।

কালচোঁ দক্ষিণ ইউনিয়নে ১০টি কেন্দ্রে ৭৩টি বুথে ভোটগ্রহণ করা হবে। এই ইউনিয়নে ভোটার হলেন ২৩ হাজার ৬১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ২২৮ জন ও মহিলা ভোটার ১১ হাজার ৩৮৪ জন।

হাজীগঞ্জ সদর ইউনিয়নে ১৩টি কেন্দ্রে ৯০টি বুথে ভোটগ্রহণ করা হবে। এই ইউনিয়নে ভোটার হলেন ২৯ হাজার ৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৮৬৬ জন ও মহিলা ভোটার ১৪ হাজার ১৬৫ জন।

বড়কুল পূর্ব ইউনিয়নে ১২টি কেন্দ্রে ৬৩টি বুথে ভোটগ্রহণ করা হবে। এই ইউনিয়নে ভোটার হলেন ২০ হাজার ৩৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৬৫৬ জন ও মহিলা ভোটার ৯ হাজার ৭২৯ জন।

বড়কুল পশ্চিম ইউনিয়নে ৯টি কেন্দ্রে ৪৪টি বুথে ভোটগ্রহণ করা হবে। এই ইউনিয়নে ভোটার হলেন ১৪ হাজার ৪৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৩৯০ জন ও মহিলা ভোটার ৭ হাজার ৪৫ জন।

হাটিলা পূর্ব ইউনিয়নে ৯টি কেন্দ্রে ৫৩টি বুথে ভোটগ্রহণ করা হবে। এই ইউনিয়নে ভোটার হলেন ১৭ হাজার ৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৮০১ জন ও মহিলা ভোটার ৮ হাজার ২০৬ জন।

গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ১০টি কেন্দ্রে ৫৩টি বুথে ভোটগ্রহণ করা হবে। এই ইউনিয়নে ভোটার হলেন ১৭ হাজার ২৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৮৬৫ জন ও মহিলা ভোটার ৮ হাজার ৪০৭ জন।

আরো পড়ুন  প্রধানমন্ত্রীর ঘর পেয়ে খুশি আশিকাটির সমত্তবানু

গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে ৯টি কেন্দ্রে ৪৭টি বুথে ভোটগ্রহণ করা হবে। এই ইউনিয়নে ভোটার হলেন ১৫ হাজার ৫২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার জন ও মহিলা ভোটার ৭ হাজার ৫২৭ জন।

হাটিলা পশ্চিম ইউনিয়নে ৯টি কেন্দ্রে ৩৯টি বুথে ভোটগ্রহণ করা হবে। এই ইউনিয়নে ভোটার হলেন ১২ হাজার ৩৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৩৯০ জন ও মহিলা ভোটার ৫ হাজার ৯৮৪ জন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফের শাহরাস্তির জনতা উবি’র সভাপতি আবুল কালাম আজাদ

আজ হাজীগঞ্জের ১১ ইউনিয়নে ৪৮ চেয়ারম্যান প্রার্থীসহ ৫৩৬জন ভাগ্য নির্ধারন

আপডেট সময় : ০৪:২১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১

সাইফুল ইসলাম সিফাত : আজ (রোববার) হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোট গ্রহনের মধ্য দিয়ে ৪৮ চেয়ারম্যান ও ৫৩৬ জন সদস্যের ভাগ্য নির্ধারন হবে। সকল ধরনের ভোটারদের প্রত্যাশা সুষ্ঠ ভোটের। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা নির্বাচন অফিস। ভোটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর (পুলিশ, বিজিবি ও র‌্যাব) সদস্যরা। ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১১জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকবে ভ্রাম্যমান আদালত ও স্ট্রাইকিং ফোর্স।

Model Hospital

এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৮ জন, সাধারণ সদস্য পদে ৪০৪ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৮৪ জন প্রার্থী রয়েছেন। এ ছাড়াও ২ জন সাধারন সদস্য ও ৩ জন সংরতি নারী সদস্যসহ ৫ জন বিনা প্রতিদ্ব›দ্ধীতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনী দায়িত্ব পালনে রয়েছেন ৪ জন রিটার্নিং অফিসার, ১০৯ জন প্রিজাইডিং অফিসার, ৬২৩ জন সহ-প্রিজাইডিং অফিসার ও ১২৪৬ জন ও পোলিং অফিসার।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১১টি ইউনিয়নে ১০৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে রাজারগাঁও ইউনিয়নে ইভিএম এবং অন্য সব ইউনিয়নে ব্যালেট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এই ১০৯টি ভোট কেন্দ্রের ৬২৩টি ভোট কক্ষে (বুথ) ২ লাখ ২ হাজার ৩৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪ হাজার ৬০৮ জন ও নারী ভোটার ৯৭ হাজার ৭৯১জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ওবায়েদুর রহমান জানান, নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি ও র‌্যাবের মোবাইল টিমের পাশাপাশি ভ্রাম্যমান আদালত পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন।

উপজেলার রাজারগাঁও ইউনিয়নে ৯টি কেন্দ্রে ৬০টি বুথে ভোটগ্রহণ করা হবে। এই ইউনিয়নে ভোটার হলেন ১৯ হাজার ৫১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৯৩ জন ও মহিলা ভোটার ৯ হাজার ৪২৩জন।

আরো পড়ুন  মতলব দক্ষিণে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

বাকিলা ইউনিয়নে ১০টি কেন্দ্রে ৫৯টি বুথে ভোটগ্রহণ করা হবে। এই ইউনিয়নে ভোটার হলেন ১৯ হাজার ৯০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৪৬২ জন ও মহিলা ভোটার ৯ হাজার ৪১৬ জন।

কালচোঁ উত্তর ইউনিয়নে ৯টি কেন্দ্রে ৪২টি বুথে ভোটগ্রহণ করা হবে। এই ইউনিয়নে ভোটার হলেন ১৩ হাজার ৩৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৮৫৭ জন ও মহিলা ভোটার ৬ হাজার ৪৭৫ জন।

কালচোঁ দক্ষিণ ইউনিয়নে ১০টি কেন্দ্রে ৭৩টি বুথে ভোটগ্রহণ করা হবে। এই ইউনিয়নে ভোটার হলেন ২৩ হাজার ৬১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ২২৮ জন ও মহিলা ভোটার ১১ হাজার ৩৮৪ জন।

হাজীগঞ্জ সদর ইউনিয়নে ১৩টি কেন্দ্রে ৯০টি বুথে ভোটগ্রহণ করা হবে। এই ইউনিয়নে ভোটার হলেন ২৯ হাজার ৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৮৬৬ জন ও মহিলা ভোটার ১৪ হাজার ১৬৫ জন।

বড়কুল পূর্ব ইউনিয়নে ১২টি কেন্দ্রে ৬৩টি বুথে ভোটগ্রহণ করা হবে। এই ইউনিয়নে ভোটার হলেন ২০ হাজার ৩৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৬৫৬ জন ও মহিলা ভোটার ৯ হাজার ৭২৯ জন।

বড়কুল পশ্চিম ইউনিয়নে ৯টি কেন্দ্রে ৪৪টি বুথে ভোটগ্রহণ করা হবে। এই ইউনিয়নে ভোটার হলেন ১৪ হাজার ৪৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৩৯০ জন ও মহিলা ভোটার ৭ হাজার ৪৫ জন।

হাটিলা পূর্ব ইউনিয়নে ৯টি কেন্দ্রে ৫৩টি বুথে ভোটগ্রহণ করা হবে। এই ইউনিয়নে ভোটার হলেন ১৭ হাজার ৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৮০১ জন ও মহিলা ভোটার ৮ হাজার ২০৬ জন।

গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ১০টি কেন্দ্রে ৫৩টি বুথে ভোটগ্রহণ করা হবে। এই ইউনিয়নে ভোটার হলেন ১৭ হাজার ২৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৮৬৫ জন ও মহিলা ভোটার ৮ হাজার ৪০৭ জন।

আরো পড়ুন  দিনে দিনে হারিয়ে যাচ্ছে ‘তাল গাছ’

গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে ৯টি কেন্দ্রে ৪৭টি বুথে ভোটগ্রহণ করা হবে। এই ইউনিয়নে ভোটার হলেন ১৫ হাজার ৫২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার জন ও মহিলা ভোটার ৭ হাজার ৫২৭ জন।

হাটিলা পশ্চিম ইউনিয়নে ৯টি কেন্দ্রে ৩৯টি বুথে ভোটগ্রহণ করা হবে। এই ইউনিয়নে ভোটার হলেন ১২ হাজার ৩৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৩৯০ জন ও মহিলা ভোটার ৫ হাজার ৯৮৪ জন।