মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মাহবুবুর রহমান সেলিম বলেছেন, মানুষের সেবা করলেই মানুষের মাঝে পৌঁছনো যায়। একজন মা যেমন তার সন্তানকে জড়িয়ে ধরে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই একইভাবে অসহায় মানুষকে জড়িয়ে ধরে। মানুষের সেবা করতে হবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মতো। সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রেখে সৃষ্টির সেরা জীব মানুষের সেবা করতে হবে।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি মাহবুবুর রহমান সেলিমের উদ্যোগে গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। শুক্রবার সকালে ৩নং ওয়ার্ডের কলাকান্দা গ্রামে সহস্রাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে তিনি এ কথা বলেন।
মাহবুবুর রহমান সেলিম বলেন, জননেত্রী শেখ হাসিনার আদর্শ বুকে ধারন করে সারাজীবন সাধারণ মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চাই। সাধারণ মানুষের সেবক হয়ে থাকতে চাই আমৃত্যু। দুস্থ-অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। আমি সবসময় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শে অসহায় মানুষের পাশে থাকতে চাই।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি ছেঙ্গারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি মাহবুবুর রহমান সেলিম।
ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মামুন পাটোয়ারী মিঠুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মালেক খান, ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাৎ হোসেন খোকন ঢালী, ৩নং ওয়ার্ড কাউন্সিলর জহিরুল হক ঢালী, সমাজসেবক খোকা ভূইয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহীদ উল্লাহ সরকার প্রমুখ।
এসময় ছেঙ্গারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামান সরকার, যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতৃবৃন্দ।