এস. এম ইকবাল : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলার ৫ নং গুপ্টি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান তালুকদারের ঘোড়া প্রতিকের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
২৪ ডিসেম্বর শুক্রবার বাদ জুমআ শুরু হয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে ফকির বাজারে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জহির মোল্লা, ফজলুল হক বাদল, বেলায়েত হোসেন, মোনাব্বর হোসেন, সিরাজুল ইসলাম, আবু আনাছ বেপারী, ইমাম হোসেন, নাজমুল হোসেন, সুমন মজুমদার, শেফিক কাজী, আবুল ফারা, আনোয়ার পেশকার, জিল্লুর রহমান, ইকবাল হোসেন, ফয়সাল হোসেন, মহিউদ্দিন প্রমূখ।
এ সময় চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান তালুকদার বলেন, আমি অত্র ইউনিয়নেরই সন্তান আসন্ন ইউপি নির্বাচনে ৫ নং গুপ্টি পূর্ব ইউনিয়নে আমি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করছি।আমার প্রতীক ঘোড়া। আমি ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছি। জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আগামীতে এলাকার রাস্তা ঘাটের উন্নয়ন,জনগনের নাগরিক সুবিধা প্রদান ও জনকল্যাণমুখী সকল কাজে এ ইউনিয়ন বাসীর পাশে থাকবো।
এ সময় তিনি ঘোড়া প্রতীকে ভোট দিতে ভোটারদের প্রতি আহবান জানান।