মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ¦ আল-মাহমুদ টিটু মোল্লার সহধর্মিনী শারমিন আক্তার (৩৩) রবিবার বিকেলে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেন।
সোমবার সকাল ১০টায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন মাঠে জানাযা নামাজ শেষে পালালোকদি সামাজিক কবরস্থানে সমাহিত করা হয়।
স্ত্রী শারমিন আক্তারের জীবনাদর্শ নিয়ে আলোকপাত করেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ¦ আল-মাহমুদ টিটু মোল্লা।
জানাযা নামাজের পূর্বে মরহুমা শারমিন আক্তারের জীবনাদর্শ নিয়ে উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জির সঞ্চালনায় আলোচনা করেন, মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক ইলশেপাড় এর সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান (এসি মিজান), ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আরিফ উল্যাহ সরকারপৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মনির হোসেন বেপারী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন খান, আন নূর ইসলামিয়া মাদরাসার মুহতামিম ক্বারী মাও. মাইনুদ্দীন খান ইসলামাবাদী প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ¦ বেনজির আহমদ মুন্সি, গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান সেলিম, কাউন্সিলর শাহজালাল মুফতী, জাহাঙ্গীর আলম, সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন ঢালী খোকন’সহ অসংখ্যগুণগ্রাহী।
জানাযা নামাজে ইমামতি করেন ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক মাওলানা কবির হোসেন, দোয়া পরিচালনা করেন ছেংগারচর দর্জিবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইব্রাহিম খলিল আনন্দপুরী।