দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চাঁদপুর-১ কচুয়া আসন থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ এর দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
রবিবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় মনোনয়ন প্রার্থী ঘোষণা করেন।
এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে কচুয়ার আসনে সমান তালে চলছিল মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাপ।
শুরু থেকেই চাঁদপুর-১, কচুয়ার এ আসনের মধ্যে নাটকীয়তার শীর্ষে। স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের আভ্যন্তরীন কোন্দলের বিরোধ থেকেই এই আসনের নাটকীয়তার সুত্রপাত।
এ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন ৮ জন। যারা মনোনয়ন চেয়েছেন তারা হলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. গোলাম হোসেন, কেন্দ্রীয় পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এর সহ-সভাপতি প্রকৌশলী মো. শাহাদাত হোসেন শিবলু, জাপান আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আউয়ালের মেয়ে অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস, লন্ডন প্রবাসী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন টিটু।
কচুয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে ১০৯ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ২৫ হাজার ৭ শত ৬৯জন।
তন্মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৬৯ হাজার ৩শত ৩১ জন, মহিলা ভোটার ১ লক্ষ ৫৬ হাজার ৪ শত ২৭ জন।