চাঁদপুরে দ্রব্যমূল্য পরিস্থিতি সংরক্ষণ ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত।

চাঁদপুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি সংক্রান্ত জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুুপুর ১২টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ ক্রাইম এন্ড অপস রাশেদুল হক চৌধুরী, জেলা সমাজ সেবা অফিসের সহকারী পরিচালক রজতশুভ সরকার, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ শাহ জামাল, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন, চাঁদপুর প্র্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্ল্যাহ, তেল এজেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম, ক্যাব প্রতিনিধি বিল্পব সরকার, চাঁদপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি সচিব আব্দুল মোতালেব, চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, মোঃ শেখ ফরিদ, আলমগীর, হোটের রেস্তরা মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ হোসেনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্যরা নিত্যপন্যর দাম সঠিক ভাবে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করার কথা বলেন, সরকারি দামে যাতে বাজারে ক্রেতা সাধারণ মালামাল ক্রয় করতে পারে সে দিকে লক্ষ রেখে কাজ করতে হবে, আলু পেয়াজসহ যে সব পূণ্য লাগামহীন রয়েছে, সেগুলো বিষয়ে বেশি নজরধারী রাখার কথা বক্তরা বলেন।