শাহরাস্তি পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতা মোস্তফা প্রকাশ মিন্টুকে ৩৮ আটক করেছে পুলিশ।

রোববার পৌরশহরের নিজমেহের মহল্লার ৮ নং ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়,ওইদিন শাহরাস্তি থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আলমগীর হোসেনের দিক-নিদের্শনায় এসআই কিশোর বড়ুয়া সঙ্গীয় ফোর্স শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-৯, তারিখ- ৩১ অক্টোবর, ২০২৩; জি আর নং-১৬১, তারিখ- ৩১ অক্টোবর মামলায় তাকে আটক করা হয়।
তিনি শাহরাস্তি পৌরসভার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এবং শাহরাস্তি পৌরসভার ৮ নং ওয়ার্ডের অধিবাসী মোঃ আজিজুল হকের পুত্র মোঃ মোস্তফা প্রঃ মিন্টু ।
ওইদিন তাকে পুলিশ এসকর্টের মাধ্যমে চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এ প্রসঙ্গে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, যে কোন ব্যক্তি সহিংসতা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটালে ওই পরিস্থিতিতে পুলিশ তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিবে।