চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮ লক্ষাধিক টাকার ফেন্সিডিল ও পিকআপ সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ১৩৮ বোতল ফেন্সিডিল ও একটি পিকআপ উদ্ধার করা হয়।
বুধবার (২৫ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ পৌর ৮নং ওয়ার্ড টোরাগড় কাজী বাড়ি সংলগ্ন চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দক্ষিণ পাশে পলাশ সিএনজি অটোপার্টস দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ রুবেল (৩১) ও মোঃ নূরে আলম (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে একটি পুরাতন মিনি পিকআপ যাহার রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্টো ন-১৫-৩৮১৮ সহ গ্রেফতার করেন।
এসময় পিকআপ গাড়ি তল্লাশী করে বিভিন্ন স্তরে থাকা ১৩৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। জব্দকৃত ফেন্সিডিলের অনুমানিক মূল্য ৮ লক্ষ ৭ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামী মোঃ রুবেল (৩১) ও মোঃ নূরে আলম (৩০) এর বিরুদ্ধে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) হাজীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। মামলা নং-১৯, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(ক)/৩৮/৪১ রুজু করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়, দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সীমান্তবর্তী এলাকা হতে স্বল্পমূল্যে ফেন্সিডিল সংগ্রহ করে চাঁদপুর জেলার বিভিন্ন থানা এলাকার মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট বিক্রি করার জন্য পিকআপ গাড়ী যোগে বহন করে আসতেছিল।
চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।
চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, এর দিক নির্দেশনায়, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ এর তত্ত্বাবধানে থানার এসআই আব্দুল্লাহ এর নেতৃত্বে হাজীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।