নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁদপুর জেলা শাখার উদোগে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ও আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের প্রধান ক্যাম্পাসে ট্রাপিক আইন, ট্রাপিক সাইন, ট্রাপিক সিগন্যাল সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে দুটি স্কুলের এ্যাস্মেলিতে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম ও চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন তারা দুজনই পৃথক পৃথক ভাবে এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি এম এ লতিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি মাওঃ মোঃ আবদুর রহমান গাজী, সহ-সভাপতি মুসাদ্দেক আল আকিব প্রমুখ।
সংগঠনের যুগ্ন সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোঃ শাহাদাত হোসেন, খোকন মজুমদার, মোখলেছুর রহমান, হাবিব মিজিসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র ও অভিভাবকবৃন্দ।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, নিরাপদ সড়কের বিষয়ে পারিবারিক শিক্ষা এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
শিক্ষার্থীদের পারিবারিক ভাবেও সড়কে চলাচলে নিয়ম শেখাতে নিরাপদ সড়ক চাই কমিটির কার্যক্রম প্রশংসনীয়। বক্তারা আরো বলেন, যে সড়কে ফুটপাত নেই, সে সড়কে ডান পাশ দিয়ে হাঁটতে হবে। যার যার অবস্থান থেকে সচেতন হলে সড়ক দুর্ঘটনা কমে আসবে। সড়কে চলাচলে ট্রাপিক আইন, ট্রাপিক সাইন, ট্রাপিক সিগন্যাল মেনে চলতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।