ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার (এজেন্ট ব্যাংকিং) আউটলেটের উদ্যোগে এজেন্ট ব্যাংকের অডিটোরিয়মে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকালে ছেংগারচর বাজার এজেন্ট আউটলেটের হল রূমে এ সমাবেশের আয়োজন করা হয়।
ছেংগারচর বাজার (এজেন্ট-ব্যাংকিং) আউটলেটের স্বত্ত্ব¡াধিকারী গোলাম কাদির মোল্লার সভাপতিত্বে ইসলামী ব্যাংক মতলব শাখার সিনিয়র অফিসার জাফর সাদিক ফয়সালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ছেংগারচর পৌরসভার সাবেক কমিশনার আবু জাফর সরকার ডালিম।
বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক মতলব শাখা প্রধান মোহাম্মদ জামাল হোসেন, ব্যবসায়ী ডা. কাউসার মেহেদী প্রমুখ।
উক্ত সমাবেশে আউটলেটের গ্রাহক, ডিপোজিটর, ট্রিম ডিপোজিটর, রেমিটার, একাউন্ট হোল্ডার, সুধীজন’সহ সকল শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।
অতিথিরা তাদের বক্তব্যে ইসলামী ব্যাংকের বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি নিয়মিত ব্যাংকিং কাজগুলো নিজে সম্পন্ন করে এবং সবাইকে ব্যাংকিং কার্যক্রমে বাংলাদেশের উন্নয়নে অংশীদার হওয়ার আহ্বান জানান। সেই সাথে আমন্ত্রিত সুধীবৃন্দ ব্যবসা ও ব্যাংকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং ব্যাংকের উন্নয়নের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।