হাইমচর প্রতিনিধি : উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে লক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের শেষ দিন ১০ ডিসেম্বর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন।
১০ ডিসেম্বর ২০২১ শুক্রবার সন্ধ্যায় উপজেলা রিটার্নিং কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জি এম ফজলুর রহমান আকাশ এর কাছে এ মনোনয়ন ফরম জমা দেন তারা।
সভাপতি পদে চাঁদপুর বার্তা হাইমচর প্রতিনিধি মোঃ ফারুকুল ইসলাম, দৈনিক ভোরের কাগজ হাইমচর প্রতিনিধি জি এম জহির ও দৈনিক চাঁদপুর সংবাদ হাইমচর প্রতিনিধি মোঃ মহসিন মিয়া, সাধারণ সম্পাদক পদে জাতীয় পত্রিকা দৈনিক আমাদের সময় হাইমচর প্রতিনিধি মোঃ সাহেদ হোসেন দিপু, দৈনিক চাঁদপুর কন্ঠ হাইমচর প্রতিনিধি এস এম সাজ্জাদ হোসেন রনি, দৈনিক চাঁদপুর প্রতিদিন হাইমচর প্রতিনিধি হাসান আল মামুন মনোনয়ন ফরম জমা দেন।
প্রার্থীরা বলেন- প্রতিহিংসা নয়, প্রতিযোগিতার মাধ্যমে আমরা সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি ও প্রেসক্লাবের উন্নয়নের লক্ষে প্রার্থী হয়েছি। নির্বাচনে জয় পরাজয় থাকবেই। যিনি বিজয়ী হবেন সকলে তাকে সহযোগিতার মাধ্যমে সাংবাদিক ও প্রেসক্লাবের উন্নতি সাধন করার চেষ্টা করবো- ইনশাআল্লাহ।