ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সকল অশুভশ‌ক্তির বিরু‌দ্ধে আমা‌দের ঐক‌্যবদ্ধ সংগ্রাম অব‌্যাহত থাক‌বে: সু‌জিত রায় নন্দী

সাইদ হোসেন অপু চৌধুরী: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্ব‌দেশ প্রত‌্যাবর্তণ উপল‌ক্ষে জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার আ‌য়োজ‌নে আ‌লোচনা সভা জেলা আওয়ামী লী‌গের দলীয় কার্যাল‌য়ে অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

Model Hospital

৩০ মে মঙ্গলবার বি‌কে‌লে আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন বাংলা‌দেশ আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক সু‌জিত রায় নন্দী।

এ সময় তি‌নি ব‌লেন, ১৯৮১ সা‌লের ১৭ মে দে‌শে ফি‌রে এস‌ছি‌লেন। সে‌দিন দে‌শে আবার গণতন্ত্র পুনউদ্ধার হ‌য়ে‌ছিল। আজ‌কে ব‌াংলাদেশ বি‌শ্বের বু‌কে অর্থনৈ‌তিক ও অসাম্প্রদা‌য়িকতার রোল ম‌ডেল। আজ‌কে শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে দেশ উন্নয়শীল রা‌ষ্ট্রে প‌রিনত হ‌য়ে‌ছি। ওনার মেধা, রাজ‌নৈ‌তিক প্রজ্ঞার কার‌নে দেশ এ‌গি‌য়ে যা‌চ্ছে। করনাকা‌লে আপনারা দে‌খে‌ছেন দে‌শের মানুষ বিনামূ‌ল্যে টিকা পে‌য়ে‌ছে। যারা বাংলা‌দেশ‌কে কার্যকর রা‌ষেট্র পরিচালিত কর‌তে চে‌য়ে‌ছিল তারারআজ ব‌্যার্থ হ‌য়ে‌ছে। ওনার নে‌তৃ‌ত্কে আজ আমরা ঐক‌্যবদ্ধ। সকল অশুভশ‌ক্তির বিরু‌দ্ধে আমা‌দের ঐক‌্যবদ্ধ সংগ্রাম অব‌্যাহত থাক‌বে।

তি‌নি আরও‌ বলেন, শেখ হা‌সিনা‌কে আজ‌কে হতৗার হুম‌কি দেওয়া হ‌চ্ছে। দে‌শের উন্নয়ন‌কে থা‌মি‌য়ে দি‌তে জন‌নেত্রী‌কে হত‌্যার হুম‌কি দেওয়া হ‌চ্ছে।১৯৭৫ সাল ও ২০২৩ সালরএক নয়। আমরা সবাই এ চাঁদপু‌রের মাটির সন্তান তাই কাউ‌কে এ মা‌টি‌তে ছি‌নি‌মি‌নি কর‌তে দেওয়া হ‌বে না। আজ‌কে অ‌বৈধভা‌বে নদী‌তে বালু কাটার কার‌নে পদ্মা মেঘনায় যত্রতত্র ভাংগন হ‌চ্ছে। পদ্মা মেঘনায় যারা বালু উ‌ত্তোলন বন্ধ না হ‌লে এর বিরু‌দ্ধে কথা বলা বন্ধ হ‌বে না। প্রশাসন‌কে বল‌তে চাই চাঁদপু‌রের জনগণ আপনা‌দের সাথে আ‌ছে তাই আপনারা এ অ‌বৈধ বালু উ‌ত্তোলন বন্ধ করুন।

আ‌লোচনা সভায় বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন চাঁদপুর জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি না‌ছির উ‌দ্দিন আহ‌মে‌দ ও‌ সাধারণ সম্পাদক বীর মু‌ক্তি‌যোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার সভাপ‌তি মাহবুবুর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে ও সাধরণ সম্পাদক মোঃ ও‌হিদুল ‌ইসলা‌মের প‌রিচালনায় আ‌লোচনা সভায় আরও বক্তব‌্য রা‌খেন জেলা আওয়ামী লী‌গের যুগ্ম সম্পাদক অ্যাড.জ‌হিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইমলাম মিয়াজী, সদস‌্য অ্যাড. ব‌দিউজ্জিামান কিরন, পৌর আওয়ামী লীগ নেতা মঞ্জু মা‌ঝি, সা‌ব্বির হো‌সেন মন্টু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক যুগ্ন আহ্বায়ক শফিক গাজী, বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি ইসমাইল হোসেন, রেল শ্রমিক লীগের নেতা জুয়েল পাটোয়ারী প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাহরাস্তিতে প্রতিপক্ষের হামলায় আহত-২

সকল অশুভশ‌ক্তির বিরু‌দ্ধে আমা‌দের ঐক‌্যবদ্ধ সংগ্রাম অব‌্যাহত থাক‌বে: সু‌জিত রায় নন্দী

আপডেট সময় : ১১:১৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩

সাইদ হোসেন অপু চৌধুরী: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্ব‌দেশ প্রত‌্যাবর্তণ উপল‌ক্ষে জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার আ‌য়োজ‌নে আ‌লোচনা সভা জেলা আওয়ামী লী‌গের দলীয় কার্যাল‌য়ে অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

Model Hospital

৩০ মে মঙ্গলবার বি‌কে‌লে আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন বাংলা‌দেশ আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক সু‌জিত রায় নন্দী।

এ সময় তি‌নি ব‌লেন, ১৯৮১ সা‌লের ১৭ মে দে‌শে ফি‌রে এস‌ছি‌লেন। সে‌দিন দে‌শে আবার গণতন্ত্র পুনউদ্ধার হ‌য়ে‌ছিল। আজ‌কে ব‌াংলাদেশ বি‌শ্বের বু‌কে অর্থনৈ‌তিক ও অসাম্প্রদা‌য়িকতার রোল ম‌ডেল। আজ‌কে শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে দেশ উন্নয়শীল রা‌ষ্ট্রে প‌রিনত হ‌য়ে‌ছি। ওনার মেধা, রাজ‌নৈ‌তিক প্রজ্ঞার কার‌নে দেশ এ‌গি‌য়ে যা‌চ্ছে। করনাকা‌লে আপনারা দে‌খে‌ছেন দে‌শের মানুষ বিনামূ‌ল্যে টিকা পে‌য়ে‌ছে। যারা বাংলা‌দেশ‌কে কার্যকর রা‌ষেট্র পরিচালিত কর‌তে চে‌য়ে‌ছিল তারারআজ ব‌্যার্থ হ‌য়ে‌ছে। ওনার নে‌তৃ‌ত্কে আজ আমরা ঐক‌্যবদ্ধ। সকল অশুভশ‌ক্তির বিরু‌দ্ধে আমা‌দের ঐক‌্যবদ্ধ সংগ্রাম অব‌্যাহত থাক‌বে।

তি‌নি আরও‌ বলেন, শেখ হা‌সিনা‌কে আজ‌কে হতৗার হুম‌কি দেওয়া হ‌চ্ছে। দে‌শের উন্নয়ন‌কে থা‌মি‌য়ে দি‌তে জন‌নেত্রী‌কে হত‌্যার হুম‌কি দেওয়া হ‌চ্ছে।১৯৭৫ সাল ও ২০২৩ সালরএক নয়। আমরা সবাই এ চাঁদপু‌রের মাটির সন্তান তাই কাউ‌কে এ মা‌টি‌তে ছি‌নি‌মি‌নি কর‌তে দেওয়া হ‌বে না। আজ‌কে অ‌বৈধভা‌বে নদী‌তে বালু কাটার কার‌নে পদ্মা মেঘনায় যত্রতত্র ভাংগন হ‌চ্ছে। পদ্মা মেঘনায় যারা বালু উ‌ত্তোলন বন্ধ না হ‌লে এর বিরু‌দ্ধে কথা বলা বন্ধ হ‌বে না। প্রশাসন‌কে বল‌তে চাই চাঁদপু‌রের জনগণ আপনা‌দের সাথে আ‌ছে তাই আপনারা এ অ‌বৈধ বালু উ‌ত্তোলন বন্ধ করুন।

আ‌লোচনা সভায় বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন চাঁদপুর জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি না‌ছির উ‌দ্দিন আহ‌মে‌দ ও‌ সাধারণ সম্পাদক বীর মু‌ক্তি‌যোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার সভাপ‌তি মাহবুবুর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে ও সাধরণ সম্পাদক মোঃ ও‌হিদুল ‌ইসলা‌মের প‌রিচালনায় আ‌লোচনা সভায় আরও বক্তব‌্য রা‌খেন জেলা আওয়ামী লী‌গের যুগ্ম সম্পাদক অ্যাড.জ‌হিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইমলাম মিয়াজী, সদস‌্য অ্যাড. ব‌দিউজ্জিামান কিরন, পৌর আওয়ামী লীগ নেতা মঞ্জু মা‌ঝি, সা‌ব্বির হো‌সেন মন্টু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক যুগ্ন আহ্বায়ক শফিক গাজী, বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি ইসমাইল হোসেন, রেল শ্রমিক লীগের নেতা জুয়েল পাটোয়ারী প্রমুখ।