ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ ভোটার হালনাগাদ

নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনের প্রক্রিয়া শুরু

প্রায় এক যুগ পর চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দীর্ঘদিন নির্বাচন বঞ্চিত এ বাজারের ব্যবসায়ীবৃন্দ। সাধারণ ভোটারদের মধ্যেও বিরাজ করছে উৎসবের আমেজ। তারা অপেক্ষায় আছেন ভোটের মাধ্যমে তাদের ব্যবসায়ী নেতা নির্বাচনের জন্য। দীর্ঘদিন পর কে হচ্ছেন নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নেতা এ নিয়ে চায়ের দোকান ও ব্যবসায়ীদের মাঝে চলছে আলোচনা।

Model Hospital

জানা যায়, নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নিয়মিত সভা গত ২০ মে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। নির্বাচন প্রক্রিয়া শুরুর অংশ হিসেবে আজ ২৫ মে বৃহস্পতিবার থেকে নারায়ণপুর বাজারের ব্যবসায়ীদের ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রম শুরু হবে।

ভোটের বিষয়ে নারায়ণপুর বাজারের ব্যবসায়ী মো. মোরশেদ পাটোয়ারী জানান, বণিক সমিতির নির্বাচন হবে এটা খুবই ইতিবাচক। তিনি আরও বলেন, একজন যোগ্য ব্যক্তির হাতে এই বাজারের দায়িত্ব যাবে এটাই প্রত্যাশা করি।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মন্জুর হোসেন রিপন জানান, বাজারের ব্যবসায়ীদের প্রতি আমরা সব সময় আন্তরিক। বিভিন্ন জটিলতায় নির্বাচন বিলম্বিত হয়েছে। এখন নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যবসায়ীসহ সকলের সহযোগিতা কামনা করছি।

এ ব্যাপারে নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি মো. সফিকুল ইসলাম স্বপন মজুমদার বলেন, ব্যবসায়ীদের সহযোগিতা পেলে কম সময়ের মধ্যে বাজারের নির্বাচন সম্পন্ন করতে পারবো। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, প্রতি দোকান থেকে একজন ভোটার হতে পারবেন। ভোটার হওয়ার জন্য ব্যবসায়ীর দুই কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং দুই মাসের পাহারা চাঁদা প্রমাণপত্র হিসেবে জমা দিতে হবে। একই সাথে তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদ করার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য; গত ২০১১ সালের ২৩ ডিসেম্বর নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন সফিকুল ইসলাম স্বপন মজুমদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন সৈয়দ মন্জুর হোসেন রিপন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাহরাস্তিতে প্রতিপক্ষের হামলায় আহত-২

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ ভোটার হালনাগাদ

নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনের প্রক্রিয়া শুরু

আপডেট সময় : ০৮:৩০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩

প্রায় এক যুগ পর চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দীর্ঘদিন নির্বাচন বঞ্চিত এ বাজারের ব্যবসায়ীবৃন্দ। সাধারণ ভোটারদের মধ্যেও বিরাজ করছে উৎসবের আমেজ। তারা অপেক্ষায় আছেন ভোটের মাধ্যমে তাদের ব্যবসায়ী নেতা নির্বাচনের জন্য। দীর্ঘদিন পর কে হচ্ছেন নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নেতা এ নিয়ে চায়ের দোকান ও ব্যবসায়ীদের মাঝে চলছে আলোচনা।

Model Hospital

জানা যায়, নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নিয়মিত সভা গত ২০ মে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। নির্বাচন প্রক্রিয়া শুরুর অংশ হিসেবে আজ ২৫ মে বৃহস্পতিবার থেকে নারায়ণপুর বাজারের ব্যবসায়ীদের ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রম শুরু হবে।

ভোটের বিষয়ে নারায়ণপুর বাজারের ব্যবসায়ী মো. মোরশেদ পাটোয়ারী জানান, বণিক সমিতির নির্বাচন হবে এটা খুবই ইতিবাচক। তিনি আরও বলেন, একজন যোগ্য ব্যক্তির হাতে এই বাজারের দায়িত্ব যাবে এটাই প্রত্যাশা করি।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মন্জুর হোসেন রিপন জানান, বাজারের ব্যবসায়ীদের প্রতি আমরা সব সময় আন্তরিক। বিভিন্ন জটিলতায় নির্বাচন বিলম্বিত হয়েছে। এখন নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যবসায়ীসহ সকলের সহযোগিতা কামনা করছি।

এ ব্যাপারে নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি মো. সফিকুল ইসলাম স্বপন মজুমদার বলেন, ব্যবসায়ীদের সহযোগিতা পেলে কম সময়ের মধ্যে বাজারের নির্বাচন সম্পন্ন করতে পারবো। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, প্রতি দোকান থেকে একজন ভোটার হতে পারবেন। ভোটার হওয়ার জন্য ব্যবসায়ীর দুই কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং দুই মাসের পাহারা চাঁদা প্রমাণপত্র হিসেবে জমা দিতে হবে। একই সাথে তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদ করার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য; গত ২০১১ সালের ২৩ ডিসেম্বর নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন সফিকুল ইসলাম স্বপন মজুমদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন সৈয়দ মন্জুর হোসেন রিপন।