সজীব খান : চাঁদপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কিশোর কিশোরীদের সাইবার অপরাধ প্রতিরোধে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় স্মার্ট বাংলাদেশের চারটি মূল স্তম্ভ, স্মার্ট সমাজ, স্মার্ট সরকার, স্মার্ট নাগরিক ও স্মার্ট অর্থনীতির আলোকে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আর্থিক খাতের কার্যক্রম স্মার্ট পদ্ধতিতে রূপান্তর, সরকারি ব্যবস্থাপনার আধুনিকায়ন, দক্ষ ও স্বচ্ছ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।
সোমবার সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের হলরুমে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেশমা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) ইয়াসির আরাফাত, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচ এম আহসান উল্ল্যাহ প্রমুখ।

এ সময় বক্তব্যরা বলেন সাইবার বুলিং এর বিভিন্ন প্রকার প্রভাব এর কারনে কিশোর কিশোরীদের আত্মবিশ্বাস কমে যায়, সাধারণত সাইবার বুলিং এর শিকার হওয়া ব্যাক্তি আত্মবিশ্বাসহীতনতায় ভুগে থাকে । সামাজিক আচারণে পরিবর্তন বন্ধুদের সাথে মেলা মেশা বা সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলে। বিষন্নতা সাইবার বুলিং এর শিকার ব্যাক্তি সামজিক মেলামেশা থেকে বিরত থাকে এবং একাকিত্বকে আলিঙ্গন করে ফলে বিষন্ন মনোভাবাপন্ন হয়ে থাকে। হীনমন্যতা বিভিন্ন কাজের প্রতি অনিহা দেখা দেয়, মাদকাসক্তি বিষন্নতার কারনে অনেক সময় অসৎ সঙ্গীদের সাথে মেলামেশা বাড়ে। এর জন্য কিশোর কিশোরীদরে সাইবার অপরাধ থেকে দূরে রাখতে হবে।
এ সময় প্রশানের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।