ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে লোকবল না থাকায় সেবা বঞ্চিত খামারিরা

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নেই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও উপজেলা ভেটেরিনারি সার্জন। এতে ধীর গতিতে চলছে অফিসের কার্যক্রম। ফলে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত খামারীরা সেবা পাচ্ছেন না।
সোমবার উপজেলা প্রাণিসম্পদ অফিসে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে অসুস্থ পশু নিয়ে এসেছেন খামারিরা। আবার অনেক খামারিরা এসেছেন প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে পশুপালন সম্পর্কিত পরামর্শ নিতে। কিন্তু অফিসে পর্যাপ্ত লোকবল না থাকায় তাঁরা সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। এ ছাড়া অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা সময়মতো অফিসে আসেন না বলেও অভিযোগ রয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, ২৭৩.২৩ বর্গ কিলোমিটার সীমানা নিয়ে ১৪টি ইউনিয়ন ও ১টি পৌর নিয়ে মতলব উত্তর উপজেলা। এ উপজেলায় বয়লার মুরগির খামার ১৯২টি, গরুর খামার ১০৫টি, ছাগলের খামার ১৫টি, লেয়ার মুরগির খামার ৬২টি, কোয়েল পাখির খামার ৩টি ও সোনালী মুরগির খামার ১৩টি রয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারুক হোসেন ২০২১ সালের ১৭ আগস্ট বদলির কারণে পদটি শূন্য হয়। বর্তমানে পদটিতে অতিরিক্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন মতলব দক্ষিণ উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ জাকির হোসাইন। উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোঃ তানভীর আনজুম অনিক ৩১ জানুয়ারি বদলী হয় হওয়ায় পদটি শূন্য রয়েছে। এছাড়াও উপজেলা প্রাণিসম্পদ সহকারী পদটিও শূন্য রয়েছে।
মোহাম্মদ জাকির হোসাইন বলেন, মতলব উত্তর প্রাণিসম্পদ কর্মকর্তার পদ শূন্য হওয়ার পর থেকে আমি অতিরিক্ত দায়িত্ব পালন করছি। সপ্তাহে ২-৩ দিন এই দপ্তরটির জন্য যথেষ্ট নয়। তবু আমার যতটুকু দায়িত্ব তা পালন করছি।
মতলব উত্তর উপজেলা পশুসম্পদ অফিসে সেবা নিতে আসা কয়েকজন লোকের সঙ্গে কথা বলে জানা যায়, দপ্তরটিতে প্রাণীসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন কর্মকর্তা না থাকায় পশু চিকিৎসা ও লালন-পালনের বিষয়ে পরিপূর্ণ সেবা পাচ্ছেন না তাঁরা।
এ ব্যাপারে চাঁদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. বখতিয়ার উদ্দিন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁরা বলেছেন, পর্যাপ্ত লোকবল না থাকায় এমন সমস্যা হচ্ছে। তবে নতুন করে লোকবল নিয়োগ দিলে এ সমস্যার সমাধান হবে।
তিনি আরো বলেন, ভেটেরিনারি সার্জন হিসেবে একজনকে বদলি আদেশ করা হয়েছে। প্রাণিসম্পদ প্রদর্শনী সপ্তাহ শেষ হলেই তিনি যোগদান করবে।
ট্যাগস :

বিএনপির রাজনীতি পুঁজি করে অন্য পক্ষের উপর অত্যাচারের সাহস দেখাবেন না : ইঞ্জি: মমিনুল হক

প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে লোকবল না থাকায় সেবা বঞ্চিত খামারিরা

আপডেট সময় : ০২:৪৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নেই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও উপজেলা ভেটেরিনারি সার্জন। এতে ধীর গতিতে চলছে অফিসের কার্যক্রম। ফলে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত খামারীরা সেবা পাচ্ছেন না।
সোমবার উপজেলা প্রাণিসম্পদ অফিসে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে অসুস্থ পশু নিয়ে এসেছেন খামারিরা। আবার অনেক খামারিরা এসেছেন প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে পশুপালন সম্পর্কিত পরামর্শ নিতে। কিন্তু অফিসে পর্যাপ্ত লোকবল না থাকায় তাঁরা সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। এ ছাড়া অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা সময়মতো অফিসে আসেন না বলেও অভিযোগ রয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, ২৭৩.২৩ বর্গ কিলোমিটার সীমানা নিয়ে ১৪টি ইউনিয়ন ও ১টি পৌর নিয়ে মতলব উত্তর উপজেলা। এ উপজেলায় বয়লার মুরগির খামার ১৯২টি, গরুর খামার ১০৫টি, ছাগলের খামার ১৫টি, লেয়ার মুরগির খামার ৬২টি, কোয়েল পাখির খামার ৩টি ও সোনালী মুরগির খামার ১৩টি রয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারুক হোসেন ২০২১ সালের ১৭ আগস্ট বদলির কারণে পদটি শূন্য হয়। বর্তমানে পদটিতে অতিরিক্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন মতলব দক্ষিণ উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ জাকির হোসাইন। উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোঃ তানভীর আনজুম অনিক ৩১ জানুয়ারি বদলী হয় হওয়ায় পদটি শূন্য রয়েছে। এছাড়াও উপজেলা প্রাণিসম্পদ সহকারী পদটিও শূন্য রয়েছে।
মোহাম্মদ জাকির হোসাইন বলেন, মতলব উত্তর প্রাণিসম্পদ কর্মকর্তার পদ শূন্য হওয়ার পর থেকে আমি অতিরিক্ত দায়িত্ব পালন করছি। সপ্তাহে ২-৩ দিন এই দপ্তরটির জন্য যথেষ্ট নয়। তবু আমার যতটুকু দায়িত্ব তা পালন করছি।
মতলব উত্তর উপজেলা পশুসম্পদ অফিসে সেবা নিতে আসা কয়েকজন লোকের সঙ্গে কথা বলে জানা যায়, দপ্তরটিতে প্রাণীসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন কর্মকর্তা না থাকায় পশু চিকিৎসা ও লালন-পালনের বিষয়ে পরিপূর্ণ সেবা পাচ্ছেন না তাঁরা।
এ ব্যাপারে চাঁদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. বখতিয়ার উদ্দিন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁরা বলেছেন, পর্যাপ্ত লোকবল না থাকায় এমন সমস্যা হচ্ছে। তবে নতুন করে লোকবল নিয়োগ দিলে এ সমস্যার সমাধান হবে।
তিনি আরো বলেন, ভেটেরিনারি সার্জন হিসেবে একজনকে বদলি আদেশ করা হয়েছে। প্রাণিসম্পদ প্রদর্শনী সপ্তাহ শেষ হলেই তিনি যোগদান করবে।