সজীব খান : চাঁদপুর সদর উপজেলা মৈশাদী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২১শে ফেব্রুয়ারি সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে মৈশাদী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রাশেদ জাহান তুষার খানের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষিক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৈশাদী ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সহকারী শিক্ষিকা লায়লা সুলতানা, রাবেয়া আক্তার প্রমুখ।
এ সময় বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, ছাত্র ছাত্রীসহ এলাকার গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি মৈশাদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী নতুন প্রজম্মের কাছে একুশে ফেব্রুয়ারী তাৎপার্য তুলে ধরে বলেন ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দিয়ে আমাদের এমমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দিতে চাইলে তার প্রতিবাদে ঢাকার ছাত্র ও সাধারণ জনগন রাস্তায় নেমে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে চিনিয়ে আনতে সক্ষম হয়। তাই আমাদের সকলকেই একুশের চেতনাকে বুকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন।
এর আগে তারা বিদ্যালয়ের শহিদ মিনারে গিয়ে শহিদদের প্রতি বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।