মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ৭নং মোহনপুর ইউপি’র উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব কাজী মিজানুর রহমানের সমর্থনে ইউনিয়ন আওয়ামলীগ, মহিলা লীগ, যুবলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা- কর্মীরা আনন্দ মিছিল বের করেন।

মোহনপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যন পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কাজী মিজানুর রহমানকে নৌকা প্রতিক দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে এই আনন্দ মিছিল বের করেন নেতা-কর্মীরা।
১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে কাজী মিজানুর রহমানের বাড়ীর সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়ে মোহনপুর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কাজী মিজানুর রহমানের বাড়ীর সামনে এসে শেষ হয়।
এছাড়াও কাজী মিজানকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণার পরই বুধবার রাতে মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগ, মহিলা লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সমর্থকরা আনন্দে মেতে ওঠেন এবং মোহনপুরের বিভিন্ন স্থানে কাজী মিজানুর রহমানের পক্ষে আনন্দ মিছিল বের করেন নেতাকর্মীরা। আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা লীগ, ছাত্রলীগ, বিভিন্ন সামাজিক সংগঠন ও সর্বস্তরের সাধারণ মানুষ কাজী মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কাজী মিজান বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখেছেন। আমি তার আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো। নেত্রীর প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আশা করি, মোহনপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে দলীয় কর্মী-সমর্থকবৃন্দ নৌকাকে বিজয়ী করতে কাজ করে যাবেন। আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে মোহনপুরবাসীর প্রতি আহ্বান জানাই।
আনন্দ মিছিলে অংশ গ্রহণ করেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধেশ্যাম সাহা চান্দু বাবু, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই প্রধান, আলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা মো. বিল্লাল হোসেন মৃধা, মো. ফয়েজ সরকার, সেলিম মাস্টার, গোলাম হোসেন, আক্তার হোসেন সরকার, মোহনপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ফারুকুল আমিন, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল তপদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, সাংগঠনিক সম্পাদক কাজী মতিন, মোহনপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. শাহাদাৎ হোসেন, মো. আল-আমিন, মোহনপুর ইউনিয়ন মহিলা আ’লীগের সভানেত্রী লাভলী বেগম, সাংগঠনিক সম্পাদক উম্মুল আয়মা লাইলী, মহিলা নেত্রী জেছমিন, খোদেজা’সহ হাজার হাজার নেতা- কর্মীও সমর্থকবৃন্দ।