মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে প্রাথমিক শিক্ষা পদক, ক্রীড়া, সাংস্কৃতিক ও কুইজ, প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
৮ ফেব্রুয়ারী বুধবার ইউনিয়নের পশ্চিম ভাটেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নের ১৫ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪৮টি ইভেন্টে অংশ গ্রহন করছেন। লোধেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আবদুল কাইয়ূম ফারুকীর সভাপতিত্বে, পাইকদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোস্তফা চৌধুরীর উপস্থাপনায় উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী।
উদ্বোধনকালে তিনি তার বক্তব্য বলেন, এসব মানসিক ও শারিরীক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে। আপনারা আন্তরিকতার সাথে শিক্ষার্থীদেরকে আরো বেশি পরিচর্যা করবেন যাতে তারা জীবনের সকল ক্ষেত্রে প্রতিযোগি ও উৎসাহী হয়। আমি সব সময় এমন আয়োজনে বিভিন্ন সহযোগিতা নিয়ে আপনাদের সাথে থাকবো। তিনি আরো বলেন, শিক্ষামন্ত্রী ডা দীপু মনি এমপি’র আন্তরিকতায় আমরা এলাকার সার্বিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন পেয়েছি। প্রাতিষ্ঠানিক অবকাঠামো, শিক্ষানীতি ও শিক্ষকদের কল্যাণে নিয়েছেন সময়োপযোগি সিদ্ধান্ত। তাই শিক্ষামন্ত্রীর জন্য আপনারা দোয়া করবেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল হান্নান সবুজ, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর সাত্তার ছিদ্দিকী, উক্ত প্রতিযোগিতার সদস্য সচিব পশ্চিম ভাটেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলাম মজুমদার। শুরুতেই কোরআন থেকে তেলোয়াত করেন পূর্ব ভাটেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আব্দুল বাকী। জাতীয় সংগীতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা আক্তার, লোধেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকতার হোসেন, মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমিলি খান, কেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া, আলুমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবে কাউচার খন্দকার, কুমারডুগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা মজুমদার, ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, দক্ষিণ পাইকদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল, পাইকদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, দক্ষিণ ভাটেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, উত্তর শাহতলী জোবাইদা বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শাহতলী জোবাইদা বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া বেগম, মধ্য শাহতলী কাদেরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা আক্তার, পশ্চিম ভাটেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য ইকবাল খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক তুহিন গাজীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সহকারী শিক্ষকবৃন্দ ও এলাকার সূধীজন।