মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলায় এক কেজি পাঁচশ’ গাঁজাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ জানুয়ারী) বিকেলেমতলব উত্তর থানার সহকারি পুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আল-আমিন ভূঁইয়া এ বিষয়ে নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার বিকেলে মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ আল-আমিন প্রধান (৩৮) ও মো. জহির মিজি (৪৫)কে গ্রেপ্তার করা হয়। আল-আমিন প্রধান উপজেলার দক্ষিণ লুধয়া (নয়াকান্দি) গ্রামের মৃত. হেলাল প্রধানের ছেলে। তার ও তার স্ত্রীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
এছাড়া মো. জহির মিজি উপজেলার মধ্য লুধুয়া গ্রামের মৃত. জয়নাল আবেদিন মিজির ছেলে। উপজেলার দক্ষিণ লুধুয়া গ্রামের নয়াকান্দি বাজার সুমনের চা দোকানের সামনে থেকে মঙ্গলবার বিকেলে তাদরে গ্রেপ্তার করে পুলিশ। তাদের উদ্দেশ্য ছিল সেখানে গাঁজা বিক্রি করা।

গোপন এ সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। টের পেয়ে আসামিরা পালাতে চেষ্টা করে। কিন্তু ধাওয়া করে তাদের ধরে ফেলা হয়। এ সময় তাদের কাছ থেকে দেড় কেজি গাঁজা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাঁজা বিক্রির বিষয়ে নিশ্চিত করেছে। আসামিরা জানিয়েছে, তারা গাঁজা সংগ্রহ করে আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলেও নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন।