ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কচুয়ার বুদ্ধিপ্রতিবন্ধী নিখোঁজ মাসুমের সন্ধান চায় পরিবার

মোঃ রাছেল : মোঃ মাসুম নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী নিখোঁজ হয়েছে। তার বয়স ১৬ বছর। ছেলেটির গায়ের রং উজ্জল শ্যামলা, হালকা-পাতলা স্বাস্থ্য, মুখমন্ডল: গোলাকার,মাথার চুল : কালো ও ছোট-ছোট,। চোখের বর্ণ: কালো, উচ্চতা: ৪ ফুট ৪ ইঞ্চি। চাঁদপুরের কচুয়ার আঞ্চলিক বাংলা ভাষায় কথা বলে।

মোঃ মাসুমের পিতার নাম: আনোয়ার হোসেন মাতার নাম: মোসাঃ মরিয়ম বেগম। ঠিকানা – সাং: বুডুন্ডা (বকাউল বাড়ি), ডাকঘর: মাঝিগাছা, থানা: কচুয়া, জেলা: চাঁদপুর।

গত ১৯ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২:৩০ টার সময় কাপিলাপাড়া দক্ষিন হাজী বাড়ী থেকে তার নানার বাড়ি ডুমুরিয়া আলী আহম্মেদ মেম্বার বাড়িতে আসার পথে আর বাড়িতে ফিরে আসে নাই। ছেলেটি বাড়িতে ফিরে না আসলে অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার কোর সন্ধান পায়নি।

হারানোর সময় তার পরনে ছিল কালো পেন্ট, গায়ে নীল গেঞ্জি ছিল। যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে উপরোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

Model Hospital

যদি কেহ তাহার সন্ধান পেয়ে থাকেন তাহলে উক্ত নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: ছেলেটির মামা সুজন ও ফারুক,
গ্রাম: ডুমুরিয়া (আলী আহম্মেদ মেম্বার বাড়ি), কড়ইয়া, কচুয়া, চাঁদপুর।
মোবাইল : ০১৯৯৮২৮০৬১০/০১৯৭৮৪২৭৬২৮

ট্যাগস :

বিএনপির রাজনীতি পুঁজি করে অন্য পক্ষের উপর অত্যাচারের সাহস দেখাবেন না : ইঞ্জি: মমিনুল হক

কচুয়ার বুদ্ধিপ্রতিবন্ধী নিখোঁজ মাসুমের সন্ধান চায় পরিবার

আপডেট সময় : ০৩:২০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩

মোঃ রাছেল : মোঃ মাসুম নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী নিখোঁজ হয়েছে। তার বয়স ১৬ বছর। ছেলেটির গায়ের রং উজ্জল শ্যামলা, হালকা-পাতলা স্বাস্থ্য, মুখমন্ডল: গোলাকার,মাথার চুল : কালো ও ছোট-ছোট,। চোখের বর্ণ: কালো, উচ্চতা: ৪ ফুট ৪ ইঞ্চি। চাঁদপুরের কচুয়ার আঞ্চলিক বাংলা ভাষায় কথা বলে।

মোঃ মাসুমের পিতার নাম: আনোয়ার হোসেন মাতার নাম: মোসাঃ মরিয়ম বেগম। ঠিকানা – সাং: বুডুন্ডা (বকাউল বাড়ি), ডাকঘর: মাঝিগাছা, থানা: কচুয়া, জেলা: চাঁদপুর।

গত ১৯ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২:৩০ টার সময় কাপিলাপাড়া দক্ষিন হাজী বাড়ী থেকে তার নানার বাড়ি ডুমুরিয়া আলী আহম্মেদ মেম্বার বাড়িতে আসার পথে আর বাড়িতে ফিরে আসে নাই। ছেলেটি বাড়িতে ফিরে না আসলে অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার কোর সন্ধান পায়নি।

হারানোর সময় তার পরনে ছিল কালো পেন্ট, গায়ে নীল গেঞ্জি ছিল। যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে উপরোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

Model Hospital

যদি কেহ তাহার সন্ধান পেয়ে থাকেন তাহলে উক্ত নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: ছেলেটির মামা সুজন ও ফারুক,
গ্রাম: ডুমুরিয়া (আলী আহম্মেদ মেম্বার বাড়ি), কড়ইয়া, কচুয়া, চাঁদপুর।
মোবাইল : ০১৯৯৮২৮০৬১০/০১৯৭৮৪২৭৬২৮