সজীব খান : চট্রগ্রাম ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস (সিএন্ডএফ) কর্মচারী ইউনিয়ন (সিবিএ ২৩৪) এর ত্রি-বার্ষিক নির্বাচনে মিল্টন-শাহ আলম-মোশারফ-জাহাঙ্গীর প্যানেল থেকে এবার সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনে অংশ নিচ্ছেন মল্লিক ট্রেডার্সে কর্মরত মোঃ রাসেল খান।

এর আগেও গত দুইবার এ প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়ে তিনি দুইবার যুগ্ম-বন্দর বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। একই প্যানেল থেকে নির্বাচিত হয়ে তিনি বর্তমানে বন্দর বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
১৯৯৭ সালে সিএন্ডএফ ক্যারিয়ার শুরু করা রাসেল খান সহকর্মীদের সুখে-দুঃখে সবসময় পাশে ছিলেন বলেই প্রতিটি নির্বাচনে জেতার অনন্য নজির স্থাপন করতে পেরেছেন। তিনি এটাকে সহকর্মীদের আস্থা ও ভালবাসার প্রতিফলন বলে দাবি করছেন।
প্যানেলের বাইরে স্বতন্ত্রভাবে সদস্য পদে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়ে প্রথমবারেই নির্বাচিত হয়ে সহকর্মীদের পাশে থেকে সেবা করে যাওয়া মোঃ রাসেল খান এবার সাংগঠনিক পদে প্রার্থী হয়েছেন। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতেই তার নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হওয়া বলে দাবি করেছেন তরুণ এ পেশীজীবী নেতা রাসেল খান।

“মোরগ“ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়া রাসেল খান বলেন, আমি সিএন্ডএফ ভাইদের কাছে একজন পরীক্ষীত সহকর্মী। কাস্টম-বন্দর তথা পেশাগত, পারিবারিক ও ব্যক্তিগত যেকোনো প্রয়োজনে আমি সকলের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ফলশ্রুতিতে তারা কখনও আমাকে বিমুখ করেননি।
রাসেল খান বলেন, এবারও ভোটাররা আমাকে “মোরগ“ মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবেন ইনশাল্লাহ। জয়-পরাজয় কোনো বিষয় না। অতীতেও সংগঠনের প্রয়োজনে, সহকর্মীদের প্রয়োজন পাশে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো কথা দিলাম।
রাসেল খান “মিল্টন-শাহ আলম-মোশারফ-জাহাঙ্গীর“ প্যানেলের সবাইকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।
উল্লেখ্য, আগামী বুধবার (২৫ জানুয়ারী) বন্দর রিপাবলিক ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রায় ৭হাজার ২শ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে তিন বছরের জন্য নেতা নির্বাচিত করবেন।