মাছের পোনা পরিবহণ করার সময় যেসব সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো মৎস্য চাষিদের ভালোভাবে জেনে রাখতে হবে। বর্তমানে আমাদের দেশের ব্যাপকহারে মাছ চাষ করা হচ্ছে। পুকুরে মাছ চাষের জন্য মাছের পোনা পরিবহণ করার দরকার হয়। আসুন আজকে জেনে নিব মাছের পোনা পরিবহণ করার সময় সতর্কতা সম্পর্কে-
মাছের পোনা পরিবহণ করার সময় সতর্কতাঃ
১। পুকুরে চাষের জন্য মাছের পোনা পরিবহণের ক্ষেত্রে কোনভাবেই দুর্বল পোনা পরিবহণ করা যাবে না। পরিবহণের জন্য শুধুমাত্র সুস্থ ও সবল মাছের পোনা বাছাই করতে হবে।
২। মাছের পোনা পরিবহণ করার সময় একটি পাতিল, ট্যাংক বা ব্যাগে একই আকারের পোনা পরিবহণ করা উচিত।
৩। পুকুরে চাষের জন্য মাছের পোনা পরিবহণের সময় সরাসরি নলকুপের পানি ব্যাগে, ড্রামে বা ট্যাংকে দেয়া উচিত নয়। এতে মাছের পোনা মারা যেতে পারে। তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
৪। যদি প্রয়োজন হয় তাহলে একই তাপমাত্রার ভাল পানি দিয়ে ব্যাগের বা পরিবহণ পাত্রের পানি বদলানো যেতে পারে।
৫। পোনা পরিবহণ করার আগে পোনাকে পেট খালি করে কণ্ডিশনিং করে নিতে হবে। তা না হলে পোনার পরিবহণজনিত নানা সমস্যা দেখা দিতে পারে।
৬। পুকুরে চাষের জন্য শিং ও মাগুর মাছের পোনা ড্রাম বা পাতিলে পরিবহণকালে পেটের দিক থেকে ঘষা খেয়ে ক্ষত সৃষ্টি হয়। তাই এগুলোকে ব্যাগে পরিবহন করাই ভাল। ব্যাগে পরিবহন করে পোনাকে অবশ্যই শোধন করে তারপর পুকুরে ছাড়তে হবে।