মনিরুল ইসলাম মনির : তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৪নং সুলতানাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধীতা করেন আওয়ামী লীগ নেতা আবুবকর সিদ্দিক খোকন। ৩০০ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সাথে ভোটের লড়াই করে লুফে নেন বিজয়ের মালা। এর আগেও তিনি দুই বার চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন।
নবনির্বাচিত চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন এক সাক্ষাতে বলেন, সুলতানাবাদ ইউনিয়নের প্রতিটি মানুষ আমার জন্য দোয়া করেছেন। জনগণ আমাকে স্বতঃফুর্তভাবে ভোট দিয়েছেন। আমি সুলতানাবাদ ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞ হয়ে গেলাম। আমার দেয়া কথা অনুযায়ী আমি মানুষকে সেবা করে যাব। জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করায় আমি ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, আওয়ামী ৩০ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে ছাত্রজীবন থেকে রাজনীতি করে আসছি। ২২ বছর সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের একজন কর্মী হয়ে কাজ করছি। এরআগে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। বার বার আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে পাইনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য। সেই সাথে বিশেষ ধন্যবাদ জানাই নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সকল প্রশাসনিক কর্মকর্তাদের। যারা অক্লান্ত পরিশ্রম করে সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করেছেন।
আবুবকর সিদ্দিক খোকন বলেন, আমি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছি শুধু সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগকে বাচাঁতে। প্রতিটি নেতাকর্মী আমারকে প্রার্থী হওয়ার জন্য অনুমতি দিয়েছেন। আওয়ামী লীগ মনা একজন চেয়ারম্যান না হলে দলকে চাঙ্গা রাখা যায় না। তাই নেতাকর্মীদের নির্দেশে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। যারা আমার জন্য কাজ করেছেন, আমাকে ভোট দিয়েছেন, আমার জন্য দোয়া করেছেন এবং যে যেখান থেকে আমার জন্য কাজ করেছেন আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সকলের কাছে দোয়া চাই আমি যেন আপনাদের মাঝে থেকে জনগণকে সেবা করে যেতে পারি।