হাজীগঞ্জ প্রতিনিধি : হাজীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত নারী আসনে ও সাধারণ সদস্য (মেম্বার) পদে যাছাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করেন স্ব স্ব দায়িত্ব প্রাপ্ত রিটানিং কর্মকর্তারা।
উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ নির্বাচন কমিশনারের নির্ধারিত তারিখনুযায়ী প্রার্থীদের মনোনয়ন ফরমের বাছাই সম্পন্ন করেন দায়িত্ব প্রাপ্ত রিটানিং কর্মকর্তারা। বাছাই কার্যক্রমে মোট ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এরমধ্যে চেয়ারম্যান ১ ও সাধারণ সদস্য (মেম্বার) পদে ২ জন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী হলেন, উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু। তিনি রুপালী ব্যাংক ঢাকা পল্টন শাখার জনৈক গ্রাহকের (ঋন গ্রহিতা) জামিনদার হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। ওই গ্রাহক ঋণের টাকা পরিশোধ না করার দায়ে (ঋণ খেলাপী) হওয়া এই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন দায়িত্বে নিয়োজিত রিটানিং অফিসার মো. রেজওয়ানুর রহমান।
অপরদিকে ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মো. এমরান হোসেন কর্মসংস্থান ব্যাংকের ঋণ খেলাপী থাকায় এবং ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মহিবুল হাসান আনসার ভিডিপি ব্যাংকের ঋণ খেলাপীর তাদের মনোনয়নপত্রটি বাতিল করেন রিটানিং অফিসার মো. রেজওয়ানুর রহমান।
উপজেলা নির্বাচন অফিসার মো. ওবায়েদুর রহমান বলেন, মনোনয়ন ফরম বাছাই পর্বে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা আগামী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর আপিল দায়ের করতে পারবেন। আপিল নিষ্পত্তি হলে তারা তাদের প্রার্থীতা ফিরে পাবেন।