মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের নির্বাচনে দশানী গ্রামের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে মানসুর আহমেদ মোরগ মার্কায় নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার সকালে ওয়ার্ডের বিভিন্ন বাড়ি গিয়ে ভোটারের সাথে দেখা করতে ছুটে যান।

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।
রিটার্নিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল কাইয়ুম খানের স্বাক্ষরে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
মাসনুর আহমেদ মেম্বার পদে পুনরায় নির্বাচিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভোটাররা আনন্দ মিছিল বের করে। নবনির্বাচিত মেম্বার মানসুর আহমেদকে মালা দিয়ে বরণ করে নেন ভোটাররা।