মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. শামসুদ্দিন সৈয়াল বিজয়ী হয়েছেন টিউবওয়েল মার্কা বিজয়ী হয়েছেন। তার বিজয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিনন্দন জানিয়েছেন তাকে।

দীর্ঘদিন ধরে তিনি এলাকাবাসীর সেবায় নানা ধরনের সামাজিক কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন অনেকেই।
সোমবার দুপুরে বিজয়ী প্রার্থী মো. শামসুদ্দিন সৈয়ালের হাতে আনুষ্ঠানিক ভাবে ফলাফলপত্র তুলে দেন রিটার্নিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল কাইয়ুম খান ।
ইউপি নির্বাচনে বিজয়ী হয়ে মো. শামসুদ্দিন সৈয়াল প্রথমে আল্লাহ তায়ালার কৃতজ্ঞতা আদায় করেছেন। নিজের ভোটারদের ধন্যবাদ জানিয়ে তিনি সকলের উদ্দেশ্যে বলেন, এই বিজয় আমার নয়, এলাকার গরিব দুঃখী ও মেহনতী মানুষের যারা আমাকে তাদের সেবা করার সুযোগ দিয়েছেন। এছাড়া তিনি আরও বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন গরিব-দুঃখী এবং সবার পাশে সহায়তার হাত বাড়িয়ে দিতে পারি।
মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়ন পরিষদদের ২নং ওয়ার্ডে মোট ভোটার ৮০১ জন। এরমধ্যে বিজয়ী পেয়েছেন ১৯৭। ২নং দশানী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।