ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ফরাজীকান্দি দরবার শরীফের আমীরে আলা’র সহধর্মিনীর দাফন

মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ওয়েসিয়া দরবার শরীফের আমীরে আলা ও নেদায়ে ইসলামের চেয়ারম্যান আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ আল-আহমাদী উয়েসী রিফা’য়ী (মা.জি.আ) সহধর্মিনী মোসাম্মৎ আমেনা খাতুনের দাফন সম্পন্ন হয়েছে।

Model Hospital

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাদ আসর ফরাজীকান্দি দরবার শরীফে ফাতেমাতুজ জোহরা (রা.) মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাযা শেষে ইমামুত ত্বরিকত আল্লামা বোরহান উদ্দিন উয়েসী (র.) এর মাজার শরীফের পাশে দাফন করা হয়।

এর পূর্বে ফরাজীকান্দি দরবার শরীফে ফাতেমাতুজ জোহরা (রা.) মসজিদ প্রাঙ্গনে জানাজায় ইমামতি করেন হাশিমপুর দরবার শরীফের পীর আল্লামা আশফাক আহমদ।

মরহুমার সংক্ষিপ্ত জীবনাদর্শ আলোকপাত করেন, ফরাজীকান্দি ওয়েসিয়া দরবার শরীফের আমীরে আলা ও নেদায়ে ইসলামের চেয়ারম্যান আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ আল-আহমাদী উয়েসী রিফা’য়ী এবং পরমানু বিজ্ঞানী ডক্টর শমসের আলী।

এ সময় উপস্থিত ছিলেন, নেদায়ে ইসলামের সাধারণ সম্পাদক ডা. মো. ইসমাঈল হোসেন সিরাজী, ব্রিগেডিয়ার জেনারেল সালিম আহমেদ, ইমামুত ত্বরিকত আল্লামা বোরহান উদ্দিন উয়েসী (র.) এর সাহেবজাদা মোকাদ্দাস আহমাদ, আজগর আলী খান, ফরাজীকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, জামালপুর ছালাম আবাদ শরীফের পীর সাহেব আবু আহমাদ মো. আইনুন নাঈম, ব্রাহ্মণবাড়িয়া ছতুরা শরীফের পীরজাদা আশিক হোসাইন, বড় হলদিয়া বোরহানিয়া দরবার শরীফের পীর সাহেব হাফেজ আল্লামা ওয়াহেদুদ্দীন মোহাম্মদ ইছাম, ফরাজীকান্দি ওয়েসিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. আতাউল করীম মুজাহিদী, নেদায়ে ইসলাম মহিলা মাদরাসার অধ্যক্ষ মাও. শহীদ উল্লাহ, ডা. প্রফেসর আমিরুল ইসলাম, ফখরুল ইসলাম সরকার, সালামাবাদ দরবারের সাহেবজাদা আবু খালেদ মো. আবদুল খালেক, নেদায়ে ইসলামের সদস্য পরিবহন ব্যবসায়ী জাকির হোসেন, মো. সাজিদুর রহমান দুলু, গুলজার হোসেন মাহবুব, ইউনিয়ন যুবলীগ কবির হোসেন, ফরাজীকান্দি ইউপির প্যানেল চেয়ারম্যান মো. সালাউদ্দিন, ওয়েসিয়ান কামরুজ্জামান হৃদয়, হাফেজ মাইন উদ্দিন শাহ’সহ এলাকার মুসল্লিগণ।

ফরাযীকান্দী উয়েসীয়া শরীফের সাজ্জাদানশীন পীর কিবলা ও নেদায়ে ইসলামের চেয়ারম্যান আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ আল আহমাদী উয়েসী রিফা’য়ী (মা.জি.আ) এর সহধর্মিণী মোসাম্মৎ আমেনা খাতুন ৯ ডিসেম্বর শুক্রবার ভারতে ইন্তেকাল করেন।

১২ ডিসেম্বর সোমবার বাদ এশা দিল্লীর হযরত নিজামুদ্দীন আউলিয়া (রা.) এর দরগা কমপ্লেক্সে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দরগা কমপ্লেক্সের মুতাওয়াল্লী সাহেবজাদা হযরত গোফরান বাবর নিজামী (মা.জি.আ) ইমামতি করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাহরাস্তিতে প্রতিপক্ষের হামলায় আহত-২

ফরাজীকান্দি দরবার শরীফের আমীরে আলা’র সহধর্মিনীর দাফন

আপডেট সময় : ০৫:০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২

মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ওয়েসিয়া দরবার শরীফের আমীরে আলা ও নেদায়ে ইসলামের চেয়ারম্যান আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ আল-আহমাদী উয়েসী রিফা’য়ী (মা.জি.আ) সহধর্মিনী মোসাম্মৎ আমেনা খাতুনের দাফন সম্পন্ন হয়েছে।

Model Hospital

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাদ আসর ফরাজীকান্দি দরবার শরীফে ফাতেমাতুজ জোহরা (রা.) মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাযা শেষে ইমামুত ত্বরিকত আল্লামা বোরহান উদ্দিন উয়েসী (র.) এর মাজার শরীফের পাশে দাফন করা হয়।

এর পূর্বে ফরাজীকান্দি দরবার শরীফে ফাতেমাতুজ জোহরা (রা.) মসজিদ প্রাঙ্গনে জানাজায় ইমামতি করেন হাশিমপুর দরবার শরীফের পীর আল্লামা আশফাক আহমদ।

মরহুমার সংক্ষিপ্ত জীবনাদর্শ আলোকপাত করেন, ফরাজীকান্দি ওয়েসিয়া দরবার শরীফের আমীরে আলা ও নেদায়ে ইসলামের চেয়ারম্যান আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ আল-আহমাদী উয়েসী রিফা’য়ী এবং পরমানু বিজ্ঞানী ডক্টর শমসের আলী।

এ সময় উপস্থিত ছিলেন, নেদায়ে ইসলামের সাধারণ সম্পাদক ডা. মো. ইসমাঈল হোসেন সিরাজী, ব্রিগেডিয়ার জেনারেল সালিম আহমেদ, ইমামুত ত্বরিকত আল্লামা বোরহান উদ্দিন উয়েসী (র.) এর সাহেবজাদা মোকাদ্দাস আহমাদ, আজগর আলী খান, ফরাজীকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, জামালপুর ছালাম আবাদ শরীফের পীর সাহেব আবু আহমাদ মো. আইনুন নাঈম, ব্রাহ্মণবাড়িয়া ছতুরা শরীফের পীরজাদা আশিক হোসাইন, বড় হলদিয়া বোরহানিয়া দরবার শরীফের পীর সাহেব হাফেজ আল্লামা ওয়াহেদুদ্দীন মোহাম্মদ ইছাম, ফরাজীকান্দি ওয়েসিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. আতাউল করীম মুজাহিদী, নেদায়ে ইসলাম মহিলা মাদরাসার অধ্যক্ষ মাও. শহীদ উল্লাহ, ডা. প্রফেসর আমিরুল ইসলাম, ফখরুল ইসলাম সরকার, সালামাবাদ দরবারের সাহেবজাদা আবু খালেদ মো. আবদুল খালেক, নেদায়ে ইসলামের সদস্য পরিবহন ব্যবসায়ী জাকির হোসেন, মো. সাজিদুর রহমান দুলু, গুলজার হোসেন মাহবুব, ইউনিয়ন যুবলীগ কবির হোসেন, ফরাজীকান্দি ইউপির প্যানেল চেয়ারম্যান মো. সালাউদ্দিন, ওয়েসিয়ান কামরুজ্জামান হৃদয়, হাফেজ মাইন উদ্দিন শাহ’সহ এলাকার মুসল্লিগণ।

ফরাযীকান্দী উয়েসীয়া শরীফের সাজ্জাদানশীন পীর কিবলা ও নেদায়ে ইসলামের চেয়ারম্যান আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ আল আহমাদী উয়েসী রিফা’য়ী (মা.জি.আ) এর সহধর্মিণী মোসাম্মৎ আমেনা খাতুন ৯ ডিসেম্বর শুক্রবার ভারতে ইন্তেকাল করেন।

১২ ডিসেম্বর সোমবার বাদ এশা দিল্লীর হযরত নিজামুদ্দীন আউলিয়া (রা.) এর দরগা কমপ্লেক্সে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দরগা কমপ্লেক্সের মুতাওয়াল্লী সাহেবজাদা হযরত গোফরান বাবর নিজামী (মা.জি.আ) ইমামতি করেন।