ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

শাহরাস্তিতে কিস্তিতে কিনা মিশুক গাড়ি চুরি, বিপাকে ভুক্তভোগী

রাফিউ হাসান হামজ : চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক তরুণের কাছ থেকে থ্রি হুইলার অটো (মিশুক) গাড়ির চুরির ঘটনা ঘটেছে।
থানা সূত্রে ও ভুক্তভোগী হতে জানা যায়, বিগত ১০ অক্টোবর মিশুক চালক রাব্বী হাসান(২২) সুরসই মজুমদার বাড়ী থেকে অজ্ঞাত নামা ২ জন ব্যক্তি কাকৈরতলা বিকস ফিল্ডের কাছে যাবে বলে জানান। অটো চালককে অজ্ঞাত নামা লোকরা ১০০০ টাকার নোট দিলে সে অচেতন হয়ে পড়ে। সংজ্ঞা ফিরে পেলে তাৎক্ষণিক সে তার নীল রংয়ের গাড়িটি আর দেখতে পায় না এবং গাড়ীর ঝুড়িতে রাখা তার টাকাগুলোও খোয়া যায়। পরে তার গাড়ীটি তৎক্ষণাৎ বিভিন্ন জায়গায় খুঁজেও সে আর গাড়িটি পায় নি।
গাড়ীর চালক ও মালিক রাব্বী হাসান বলেন, গাড়ীটি আমি গত ২ অক্টোবর হাজীগঞ্জের মা মটরস ও ব্যাটারী হাউজ হতে নগদ ১ লক্ষ ১২ হাজার টাকা দিয়ে ক্রয় করি। যার পুরো টাকাটাই আমি কিস্তির মাধ্যমে সংগ্রহ করেছিলাম। এখন গাড়ীটি চুরি হওয়ায় আমি নিঃস্ব হয়ে গেলাম। থানায় চুরির বিষয়টি নিয়ে লিখিতভাবে অভিযোগ করেছি। তারা সহযোগিতা করলে আমি আমার গাড়িটি পেতে পারি।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান, চুরির ব্যাপারে থানায় ভুক্তভোগী অভিযোগ দিয়েছে। এই বিষয়ে থানায় এখনো কোন মামলা হয়নি। তবে চুরির বিষয়টি তদন্ত করে দেখছি।
আরো পড়ুন  শাহরাস্তির সূচীপাড়া দক্ষিণ ইউপির প্যানেল চেয়্যারম্যান নির্বাচন সম্পন্ন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে বিজয় মেলা শুরু ৮ ডিসেম্বর

শাহরাস্তিতে কিস্তিতে কিনা মিশুক গাড়ি চুরি, বিপাকে ভুক্তভোগী

আপডেট সময় : ১০:৫৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
রাফিউ হাসান হামজ : চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক তরুণের কাছ থেকে থ্রি হুইলার অটো (মিশুক) গাড়ির চুরির ঘটনা ঘটেছে।
থানা সূত্রে ও ভুক্তভোগী হতে জানা যায়, বিগত ১০ অক্টোবর মিশুক চালক রাব্বী হাসান(২২) সুরসই মজুমদার বাড়ী থেকে অজ্ঞাত নামা ২ জন ব্যক্তি কাকৈরতলা বিকস ফিল্ডের কাছে যাবে বলে জানান। অটো চালককে অজ্ঞাত নামা লোকরা ১০০০ টাকার নোট দিলে সে অচেতন হয়ে পড়ে। সংজ্ঞা ফিরে পেলে তাৎক্ষণিক সে তার নীল রংয়ের গাড়িটি আর দেখতে পায় না এবং গাড়ীর ঝুড়িতে রাখা তার টাকাগুলোও খোয়া যায়। পরে তার গাড়ীটি তৎক্ষণাৎ বিভিন্ন জায়গায় খুঁজেও সে আর গাড়িটি পায় নি।
গাড়ীর চালক ও মালিক রাব্বী হাসান বলেন, গাড়ীটি আমি গত ২ অক্টোবর হাজীগঞ্জের মা মটরস ও ব্যাটারী হাউজ হতে নগদ ১ লক্ষ ১২ হাজার টাকা দিয়ে ক্রয় করি। যার পুরো টাকাটাই আমি কিস্তির মাধ্যমে সংগ্রহ করেছিলাম। এখন গাড়ীটি চুরি হওয়ায় আমি নিঃস্ব হয়ে গেলাম। থানায় চুরির বিষয়টি নিয়ে লিখিতভাবে অভিযোগ করেছি। তারা সহযোগিতা করলে আমি আমার গাড়িটি পেতে পারি।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান, চুরির ব্যাপারে থানায় ভুক্তভোগী অভিযোগ দিয়েছে। এই বিষয়ে থানায় এখনো কোন মামলা হয়নি। তবে চুরির বিষয়টি তদন্ত করে দেখছি।
আরো পড়ুন  কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক যেনো মরন ফাঁদ