নোমান হোসেন আখন্দ : শাহরাস্তির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাদিয়া এম. হক (মাহবুবুল হক) উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি পদে পুন:নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক, ও শিক্ষানুরাগী আলহাজ্ব আবদুল হান্নান চৌধুরী।

১০ ই অক্টোবর সোমবার বিকাল ৪ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিদ্যালয়ের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আহসান উল্ল্যাহ চৌধুরীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সকল অভিবাভক সদস্যদের উপস্থিতিতে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভায় বিদ্যালয়ের নির্বাচিত অভিবাভক সদস্য মো: সোলাইমান রায়হান শিক্ষানুরাগী আবদুল হান্নান চৌধুরীর নাম প্রস্তাব করেন অপর অভিবাভক সদস্য মো: মহসিন উদ্দিন সমর্থন করলে অপরাপর সদস্যগন সর্বসন্মতিক্রমে উক্ত প্রস্তাব সমর্থন করলে, সভাপতি পদে অন্যকোন প্রার্থী না থাকায় শিক্ষানুরাগী আবদুল হান্নান চৌধুর কে বাদিয়া এম হক উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিবাভক সদস্য মো: মহসিন উদ্দিন , মো: সোলাইমান রায়হান, মো: নূরুল ইসলাম বাবুল, মো: তাজুল ইসলাম, সংরক্ষিত অভিবাভক সদস্য তাহমিনা আক্তার ফুলু, শিক্ষক প্রতিনিধি নূর উদ্দিন মিরন, মনির হোসেন, পেয়ারা বেগম, এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক গাজী কবির মেহারী, সাবেক অভিবাভক সদস্য গাজী মো: ফিরোজ প্রমুখ। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আহসান উল্ল্যাহ চৌধুরী। নির্বাচনের সার্বিক সহযোগিতায় ছিলেন বাদিয়া এম হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শামসুল হুদা পাটোয়ারী।
এ বিষয়ে শিক্ষানুরাগী আলহাজ্ব আবদুল হান্নান চৌধুরী জানান, পূর্বের ন্যায় আপনারা আমাদের সহযোগিতা করবেন। শিক্ষক, শিক্ষার্থী, অভিবাভক, এলাকাবাসী সবার সার্বিক ও আন্তরিক সহযোগিতা নিয়ে আমরা এ প্রতিষ্ঠানটিকে চাঁদপুর জেলায় আধুনিক, মানসন্মত ও মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তৈরী করতে সবার দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।