এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় গাছের ডাল পড়ে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
১১ অক্টোবর মঙ্গলবার দুপুরে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করেন।
মারা যাওয়া শিশুর নাম নিছা। সে উপজেলার ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের উত্তর চৌরাঙ্গা গ্রামের মো. ইসমাইল হোসেনের মেয়ে। নিছা স্থানীয় শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজের শিশু শ্রেণির ছাত্রী ছিল।
পরিবারের লোকজন ও স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন জানান, দুপুরে ওই শিশুদের বাড়িতে ঘর করার উদ্দেশ্য গাছ কাটছিল। তারা দু’বোন সহ তিনজন শিশু এক সাথে বাড়ির উঠনে খেলা করছিল। গাছের ডাল পড়ছে দেখে দুই শিশু দৌড়ে সরে গেলেও নিছা সরতে না পারায় গাছের ডাল তার গায়ে পড়ে। পরে পরিবারের লোকজন শিশু নিছাকে উদ্ধার করে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।