মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে।

মো. রাজিব মিয়াকে সভাপতি ও নুরুজ্জামান খাঁনকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট ১বছরের মেয়াদে আংশিক কমিটি ঘোষণা করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খাঁন গত সোমবার এ কমিটি অনুমোদন করেন।
কমিটিতে মো. রাজিব মিয়া সভাপতি ও মাহিন হোসেন সৈকত, মুকুল খাঁন, মো. মামুনকে সহ-সভাপতি এবং নুরুজ্জামান খানকে সাধারণ সম্পাদক ও আবু হানিফ (অপু), জাহিদুর রহমান টিপু, সোহেল মোল্লাকে যুগ্ম সম্পাদক করা হয়েছে।
এদিকে পৌর ছাত্রলীগের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন দলের তৃণমূল নেতাকর্মীরা। পাশাপাশি নতুন কমিটির সফলতা কামনা করেছেন ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।