ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

চর্যাপদ একাডেমির বই উপহার মাস ঘোষণা

স্টাফ রিপোর্টার : বই কখনও হয় না পর, বইয়ের সঙ্গে বাঁধব ঘরÑএই শ্লোগানে অক্টোবর মাসকে বই উপহার মাস ২০২২ ঘোষণা করেছে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি। ‘বইয়ের দিকে বাড়াও হাত, ঘুচে যাবে অন্ধ রাত’ শ্লোগানে পুরো মাসজুড়ে চলবে বই উপহার কর্মসূচি। ১লা অক্টোবর থেকে পথেঘাটে, অফিস-আদালতে, স্কুল-কলেজে, এমনকি যানবাহনেও প্রদান করা হবে বই।

Model Hospital

শুক্রবার ৩০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর জেলার তিননদীর মিলস্থল মোলহেডে ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দীপক পাল। বিকেল ৫টায় অনুষ্ঠানিকভাবে বই উপহার মাস ঘোষণা করেন চর্যাপদ একাডেমির সহ-সভাপতি আয়শা আক্তার রুপা।

একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নির সভাপতিত্বে ও মহাপরিচালক রফিকুজ্জামান রণির সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর লেখক পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন ও কবি সজীব মোহাম্মদ আরিফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, সহকারী পরিচালক ফেরারি প্রিন্স, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজুমল ইসলাম, আর্কাভ ও নথিব্যবস্থাপনা পরিচালক আল-আমিন সানী ও নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের প্রধান, চাঁদপুর জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি প্রণব ঘোষ, চর্যাপদ একাডেমির উপপরিচালক জান্নাতুল ফেরদাউ সুপ্ত, তথ্য পরিচালক জান্নাতুল মাওয়া ও আছিয়া আক্তার মিথিলা।

বই উপহার মাসের আহ্বায়ক রফিকুজ্জামান রণি বলেন, পুরো অক্টোবর মাসজুড়ে চলবে বই উপহার কর্মসূচি। প্রতিদিন আমরা বিভিন্ন ব্যক্তির হাতে বই উপহার তুলে দেব। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের প্রদান করা হবে বই।

তিনি আরও বলেন, গত বছর বই উপহার মাসে ভারতের প্রখ্যাত অভিনেতা রজতাভ দত্ত রনি, সুপারস্টার অভিনেত্রী কৌশানি মুখার্জি, প্রখ্যাত কমিডিয়ান অভিনেতা খরাজ মুখার্জি ও খলনায়ক শিবা শানুর হাতে উপহার হিসেবে তুলে দিয়েছি বই। এবছরও আমরা দেশে এবং বিদেশে সাধ্য মতো বই উপহার কর্মসূচি পালন করতে চেষ্টা করব। এ মাসে ৫০০ থেকে ১০০০ বই উপহার প্রদানের টার্গেট করেছি আমরা। সকলের সহযোগিতা পেলে আশা করি টার্গেট পূরণ হবে।

আরো পড়ুন  সাহিত্য মঞ্চের  আয়োজনে উচ্চারণ, উপস্থাপন ও আবৃত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন

চর্যাপদ একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নি বলেন, পৃথিবীকে চিনতে হলে, বঙ্গবন্ধুকে জানতে হলে এবং দেশ গড়ার স্বপ্ন দেখতে হলে বইয়ের বিকল্প কিছু নেই। মাদক, জঙ্গীবাদ, বাল্যবিবাহ ও ধর্মান্ধতা রুখে দিতে হলে বইয়ের প্রতি মানুষের ভালোবাসা তৈরি করতে হবে। গত তিন বছরে প্রায় ৭ হাজার বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি। এ আয়োজনে যাদের সহযোগিতা পেয়েছি তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। এবারের কর্মসূচিতে সহযোগিতা করেছেন পেন্সিল ফাউন্ডেশনের কর্ণধার শাহাদৎ রুমন, কথাসাহিত্যিক মনি হায়দার, কবি বীরেন মুখার্জী, কবি রহমান হাবিব ও কবি জরিনা আখতার।

এসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ভ্রমণপিপাসু মানুষদের হাতে বই উপহার তুলে দেয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে বিজয় মেলা শুরু ৮ ডিসেম্বর

চর্যাপদ একাডেমির বই উপহার মাস ঘোষণা

আপডেট সময় : ০৩:১৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২

স্টাফ রিপোর্টার : বই কখনও হয় না পর, বইয়ের সঙ্গে বাঁধব ঘরÑএই শ্লোগানে অক্টোবর মাসকে বই উপহার মাস ২০২২ ঘোষণা করেছে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি। ‘বইয়ের দিকে বাড়াও হাত, ঘুচে যাবে অন্ধ রাত’ শ্লোগানে পুরো মাসজুড়ে চলবে বই উপহার কর্মসূচি। ১লা অক্টোবর থেকে পথেঘাটে, অফিস-আদালতে, স্কুল-কলেজে, এমনকি যানবাহনেও প্রদান করা হবে বই।

Model Hospital

শুক্রবার ৩০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর জেলার তিননদীর মিলস্থল মোলহেডে ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দীপক পাল। বিকেল ৫টায় অনুষ্ঠানিকভাবে বই উপহার মাস ঘোষণা করেন চর্যাপদ একাডেমির সহ-সভাপতি আয়শা আক্তার রুপা।

একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নির সভাপতিত্বে ও মহাপরিচালক রফিকুজ্জামান রণির সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর লেখক পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন ও কবি সজীব মোহাম্মদ আরিফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, সহকারী পরিচালক ফেরারি প্রিন্স, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজুমল ইসলাম, আর্কাভ ও নথিব্যবস্থাপনা পরিচালক আল-আমিন সানী ও নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের প্রধান, চাঁদপুর জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি প্রণব ঘোষ, চর্যাপদ একাডেমির উপপরিচালক জান্নাতুল ফেরদাউ সুপ্ত, তথ্য পরিচালক জান্নাতুল মাওয়া ও আছিয়া আক্তার মিথিলা।

বই উপহার মাসের আহ্বায়ক রফিকুজ্জামান রণি বলেন, পুরো অক্টোবর মাসজুড়ে চলবে বই উপহার কর্মসূচি। প্রতিদিন আমরা বিভিন্ন ব্যক্তির হাতে বই উপহার তুলে দেব। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের প্রদান করা হবে বই।

তিনি আরও বলেন, গত বছর বই উপহার মাসে ভারতের প্রখ্যাত অভিনেতা রজতাভ দত্ত রনি, সুপারস্টার অভিনেত্রী কৌশানি মুখার্জি, প্রখ্যাত কমিডিয়ান অভিনেতা খরাজ মুখার্জি ও খলনায়ক শিবা শানুর হাতে উপহার হিসেবে তুলে দিয়েছি বই। এবছরও আমরা দেশে এবং বিদেশে সাধ্য মতো বই উপহার কর্মসূচি পালন করতে চেষ্টা করব। এ মাসে ৫০০ থেকে ১০০০ বই উপহার প্রদানের টার্গেট করেছি আমরা। সকলের সহযোগিতা পেলে আশা করি টার্গেট পূরণ হবে।

আরো পড়ুন  গুচ্ছগ্রামে চর্যাপদ একাডেমির শিক্ষা উপকরণ বিতরণ

চর্যাপদ একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নি বলেন, পৃথিবীকে চিনতে হলে, বঙ্গবন্ধুকে জানতে হলে এবং দেশ গড়ার স্বপ্ন দেখতে হলে বইয়ের বিকল্প কিছু নেই। মাদক, জঙ্গীবাদ, বাল্যবিবাহ ও ধর্মান্ধতা রুখে দিতে হলে বইয়ের প্রতি মানুষের ভালোবাসা তৈরি করতে হবে। গত তিন বছরে প্রায় ৭ হাজার বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি। এ আয়োজনে যাদের সহযোগিতা পেয়েছি তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। এবারের কর্মসূচিতে সহযোগিতা করেছেন পেন্সিল ফাউন্ডেশনের কর্ণধার শাহাদৎ রুমন, কথাসাহিত্যিক মনি হায়দার, কবি বীরেন মুখার্জী, কবি রহমান হাবিব ও কবি জরিনা আখতার।

এসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ভ্রমণপিপাসু মানুষদের হাতে বই উপহার তুলে দেয়া হয়।