মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনে আনন্দ রেলি কেক কেটে দোয়া মাহফিল আলোচনা সভা পালন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে (২৮ -সেপ্টেম্বর) উপজেলা আলীগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
ওইদিন শাহরাস্তি উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারের সভাপ্রদানে ভার্চুয়াল প্রোগ্রামের টেলিকনফারেন্সে এতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ -পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি তার বক্তব্য বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলার ইতিহাসে ঐতিহাসিকভাবে বেঁচে গিয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে রাষ্ট্র পরিচালনা করছেন । আজ তার ৭৬ তম শুভ জন্মদিন। তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে অধিষ্ঠিত হচ্ছে । যার ফলশ্রুতিতে বাংলাদেশকে সবাই মধ্য আয়ের দেশ হিসেবে চিনে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্মদিনে বঙ্গবন্ধু পরিবারের প্রতি শ্রদ্ধা রেখে আগামী প্রজন্মের জন্য একটি উন্নত রাষ্ট্র বিনির্মাণে মানে সবাইকে শপথ নিতে হবে। এক পর্যায়ে তিনি শাহরাস্তি হাজিগঞ্জের উন্নয়ন মহাযজ্ঞের ফিরিস্তি তুলে ধরেন। উন্নয়ন কর্মকান্ডের মধ্যে নিজ দল ও বহিরাগত ষড়যন্ত্র সম্পর্কে দলীয় নেতৃবৃন্দ কর্মী সমর্থকদের সজাগ থাকার পরামর্শ দেন।

তিনি এও বলেন কিছু বহিরাগত লোক সময় সুযোগ পেলেই আপনাদের সমর্থন কেড়ে নিয়ে নিজেদের প্রতিষ্ঠার চেষ্টা চালায়। যেটি ভয়ংকর ফাঁদ। শাহরাস্তি হাজীগঞ্জের বিগত সময়ে যে ঐতিহাসিক উন্নয়ন সম্পাদন হয়েছে তার বাস্তবায়নে আরো একবার আপনাদের সমর্থন নিয়ে বাকি উন্নয়ন কাজ সম্পূর্ণ করা এখন সময়ের দাবি। আপনারা চাইলে এটি একটি সহজ সমীকরণ। পরিশেষে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে সকলের সহযোগিতা কামনা করে তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, কামরুন নাহার কাজল, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন কবির লিটন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের শাহরাস্তি ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান বেপারী, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা ওমর ফারুক দর্জি প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম বাবুল, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ইমরান মনির , মহিলা আ’লীগের নেত্রী জাহানারা ইমাম, আলীগের মহিলা নেত্রী রাবেয়া বসরি বকুল, কৃষক লীগ নেতা জসিম উদ্দিন জনি।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টামটা উত্তর ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক দিদার হোসেন পাটোয়ারী। এছাড়া প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মিলাদ পরিচালনা করেন সাহেব শাহের মসজিদের সাবেক পেশ ইমাম মাওলানা সলিমুল্লাহ।
আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ যুবলীগ ছাত্রলীগ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।