সাইদ হোসেন অপু চৌধুরী : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দুইদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শণী, চিত্রাংকন প্রতিযোগিতা, দোয়া, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুৃধবার ২৮ সেপ্টেম্বর দুপুরে দোয়াভাঙ্গা থ্রি স্টার কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ আওয়াল মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধকের বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমদ।
এ সময় তিনি বলেন, আজকে যে উদ্যোগ শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ নিয়েছে তা সকল সংহঠনের জন্য অনুকরনীয় বিষয়। চিত্র প্রদর্শণীর মধ্যদিয়ে মহান স্বাধীনতা ইতিহাসের অজানা তথ্য জানা যাবে। বাঙ্গালী জাতি কখনো স্বাধীন ছিল না। বঙ্গবন্ধু সকল জেল জুলুম সহ্য করে জীবন বিপন্ন করে দেশকে স্বাধীন করেছেন। জাতিসংঘে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দিয়ে বাংলা ভাষাকে বিশ্ব দরকারে পরিচিত করেছেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে তার সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে তারই শেখ হাসিনা জনগণের জন্য কাজ করে যাচ্ছেন। ওনার হাত ধরে ১৪ বছরের কম সময়ে দরিদ্র দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে এগিয়ে নিয়ে গেছেন। আজ কেউ না খেয়ে থাকে না। প্রত্যেকের জন্য গৃহনির্মান, প্রত্যেক শিশু স্কুলে যাওয়া নিশ্চিত করেছে শেখ হাসিনা। আগামী বছর জাতীয় নির্বাচন তাই সকলে ঐক্যবদ্ধ থাকুন। গণতান্ত্রিক পক্রিয়ায় আগামী নির্বাচনে হবে কেউ তা ঠেকাতে পারবে না। বিএনপি জামাত জোট যদি আবার ক্ষমতায় আসলে তাহলে আমাদের দেশের স্বাধীনতা বিপন্ন হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, আগামী প্রজন্মের মাঝে সঠিক ইতিহাস ছড়িয়ে দিতে হবে। আজ প্রধানমন্ত্রীর জন্মদিনে অসহায়র মাঝে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। আজ দেশের প্রতিটি মানুষকে ভূমি ও ঘর দিয়ে প্রধানমন্ত্রী মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন করছে। আজ দলীয় আদর্শের নেতাকর্মীর বড় অভাব রয়েছে, তাই মুজিব আদর্শ ও শেখ হাসিনার আদর্শিত কর্মী হতে হবে। তাহলেই দল সুসংগঠিত হবে।
শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জাম মিন্টুর পরিচালনা বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মঞ্জুর আহমেদ, ইতিহাস কথা কয় প্রদর্শণীর উদ্যোগতা শাহবুদ্দিন মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী।