রাফিউ হাসান হামজা : আসন্ন হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার আওয়ামীলীগের সম্মেলন উপলক্ষে সকল স্তরের নেতা কর্মীদের শুভ কামনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগী সংগঠন তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন মোল্লা।
সারাদেশে শুরু হয়েছে আওয়ামীলীগের সম্মেলন। যেখানে সকল স্তরের নেতা কর্মীরা প্রাণবন্ত উপস্থিতির মাধ্যমে সফল করবে এই মহা সম্মেলন। শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় সম্ভাব্য প্রার্থীদের সফলতা কামনা করে সকলকে শুভ কামনা জানিয়েছেন সাবেক এই উপজেলা ছাত্রলীগ নেতা।
আগামী ১৪ ও ১৫ নভেম্বর যথাক্রমে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। যেখানে সম্ভাব্য সকল প্রার্থী তাদের পক্ষে প্রচারণা ও শো ডাউন করা শুরু করেছেন।
হেলাল উদ্দিন মোল্লা বলেন, এই আওয়ামী লীগের জন্য আমার বাবা,চাচা সহ অনেকে মিথ্যা মামলা ও হয়রানির শিকার হয়ে দীর্ঘ সময় এলাকা ছাড়া ছিল। এই আওয়ামী লীগের জন্য ছাত্র রাজনীতির সময় নিজের বাসা- বাড়ির ভাংচুর লুটপাট এর শিকার হই। আওয়ামী লীগ ভালো থাকলে ভালো লাগে। যোগ্য লোক নেতৃত্বে আসলে তৃনমুল নেতাকর্মীরা ভালো থাকলে ভালো লাগে।
করোণার মহামারি পরিস্থিতিতে পিছিয়ে পড়া এই সম্মেলনগুলোকে ঘিরে বাড়তি উত্তেজনা কাজ করছে সকল নেতা ও কর্মীর মাঝে। বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এবং বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলটির গোড়াপত্তন হয় ২৩ জুন ১৯৪৯ খ্রিষ্টাব্দে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। পরবর্তী কালে এর নাম ছিল নিখিল পাকিস্তান আওয়ামী লীগ। ১৯৭০ সাল থেকে এর নির্বাচনী প্রতীক নৌকা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ১৯৫৫ সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য এর নাম “আওয়ামী লীগ” করা হয়।