রাফিউ হাসান হামজা : চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে শাহরাস্তি থেকে ১১৭০ পিস ইয়াবাসহ শাহনাজ বেগম (৪৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকালে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি শাহনাজ বেগম কুমিল্লা জেলার সদর থানার কোটবাড়ি কালির বাজার গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী। তার বিরুদ্ধে শাহরাস্তি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকালে উপজেলার হোসেনপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামীমা আক্তারসহ সঙ্গীয় ফোর্স।
এ সময় ওই গ্রামের গাউছিয়া হাফেজিয়া সেকান্দার আলী সুন্নীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সামনে থেকে ১১৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ নারী মাদক কারবারি শাহনাজ বেগমকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে শাহরাস্তি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।