সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুরে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পুনরায় মোবাইল প্রতীক পেয়েছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা প্রশাসক আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী।
সোমবার (২৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ৯ টায় চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নি কর্মকর্তা কামরুল হাসানের কাছ থেকে তিনি মোবাইল প্রতীক গ্রহণ করেন।
জেলা নির্বাচন কমিশনার ও সহকারী রিটার্নি কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন এবং সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জামশেদ ইসলাম শিকদার এ সময় উপস্থিত ছিলেন।
ওচমান গনি পাটওয়ারী ২০১৬ সালের ২৯ ডিসেম্বর মোবাইল প্রতীকে ৭৭০ ভোট পেয়ে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন।
নির্বাচনি প্রতীক পেয়ে এক প্রতিক্রিয়ায় আলহাজ্ব ওচমান পাটওয়ারীর বলেন, চাঁদপুর জেলা পরিষদের ৭০ ভাগ উন্নয়ন কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি কাজগুলো সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আরেকবার জনপ্রতিনিধিদের ভোট কামনা করি। আশা করি কাজের ধারাবাহিকতা রক্ষায় তারা আমাকে মোবাইল মার্কায় ভোট দেবেন এবং উন্নয়নে সহায়তা করবেন।
তিনি আরও বলেন, প্রতীক কোনো বিষয় না। ভোটাররা সচেতন। তারা মার্কা চেয়ে ভোট দেয় না। মানুষ চেয়ে ভোট দেয়। মানুষের ভালো-মন্দ, প্রার্থীর আচার-আচরণ, কাজের মূল্যায়ন বিচার করে ভোট দেবেন।
আগামী ১৭ অক্টোবর এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জেলার সকল পর্যায়ের ১ হাজার ২শ’ ৬০জন জনপ্রতিনিধি এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে মোট ভোটার ১২৬০ জন। এর মধ্যে পুরুষ ৯৭৪ জন ও নারী ২৯৯ জন। জেলার ৮ কেন্দ্রের মোট ১৬ টি বুথে ইভিএম এর মাধ্যমে ভোট প্রদান কার্যক্রম চলবে। পৌরসভার মেয়র, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ড সদস্যরা এ নির্বাচনের ভোটার।