এইচ.এম নিজাম : চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমন বলেছেন, বঙ্গবন্ধুকন্যার জনপ্রিয়তা এবং রাজনৈতিক দূরদর্শিতার কারণে ১৩ বছর ধরে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছি। তার নেতৃত্বে আমরা উন্নয়নশীল দেশ হিসেবেও মর্যাদা পেয়েছি। এই নতুন বাস্তবতায় আমাদের দায়িত্ব ও ভূমিকা অনেক গুণ বেড়ে গেছে। ঐতিহাসিকভাবে যুবলীগ সবসময় বিভিন্ন অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসেবে ভূমিকা রেখেছে।’
সোমবার (১৯ সেপ্টেম্বর) চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়ন যুবলীগকে সুসংগঠিত করার লক্ষ্যে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি, যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমাদের নেত্রী যিনি চার যুগ ধরে সংগ্রামের মাধ্যমে পৃথিবীর অন্যতম সফল রাষ্ট্রনায়ক হিসেবে আজ সর্বজনস্বীকৃত। যুব সমাজের উপর বঙ্গবন্ধুর ছিল অগাধ বিশ্বাস। বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে- দেশপ্রেমভিত্তিক রাজনীতি, সততার রাজনীতি, ও শোষণ মুক্ত সমাজব্যবস্থা বিনিমার্ণ। আর বঙ্গবন্ধুর স্বপ্ন হচ্ছে- অর্থনৈতিক মুক্তি তথা আত্মমর্যাদাশীল সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ। আমি বিশ্বাস করি ন্যায়পরায়ণ এবং সমঅধিকারের ভিত্তিতে সমাজ ব্যবস্থা সৃষ্টি করতে যুবলীগ ভূমিকা রাখবে।’
ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ মাসুদ গাজী সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মোর্শেদ কবির গাজী ও সদস্য মনিরুল ইসলাম শেখের সঞ্চালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তোর তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম মিয়াজী।
এছাড়া আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য আবুল হাসান নয়ন গাজী, জাহাঙ্গীর কবির কিশোর, ইউপি মেম্বার মোঃ রাসেল কাজী, মোল্লা মোঃ শাজাহান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম শেখ, ওমর ফারুক আজমির, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, সহ-সভাপতি শাহীন আরাফ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন রনি, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শামীম, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ইয়াসিন বেপারী প্রমূখ।
বর্ধিত সভায় কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ৯ টি ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।