মাসুদ হোসেন : সম্পত্তিগত বিরোধে মারামারি মামলায় দুই মাস কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ।
গত মঙ্গলবার উচ্চ আদালতে জামিন হলেও রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তিনি চাঁদপুর জেলা কারাগার থেকে জামিনে বের হন। এদিন পরিবারের সদস্য ও দলীয় নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন।
উল্লেখ্য, গত ১৯ জুন চাঁদপুর সদর মডেল থানায় সম্পত্তিগত বিরোধে মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের পিংড়া গ্রামের জামাল কাজীর ভাই সফিকুল ইসলামের দায়ের করা মামলায় গত জুলাই মাসের ১৪ তারিখ বৃহস্পতিবার স্বপন মাহমুদকে কাঁচপুর এলাকা থেকে গ্রেফতার করেন যাত্রাবাড়ি থানা পুলিশ।